রাজবাড়ীতে রেলকর্মীদের চাকরি স্থায়ী করার দাবি

ঠিকাদারের মাধ‌্যমে জনবল নিয়োগের প্রতিবাদসহ চাকরি স্থায়ী করার দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন রাজবাড়ী রেলওয়ের শ্রমিক-কর্মচারীরা।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2022, 10:00 AM
Updated : 15 June 2022, 10:00 AM

রাজবাড়ী রেলওয়ে স্টেশনে বুধবার বেলা ১১টার দিকে তারা এ কর্মসূচি পালন করেন।

রাজবাড়ী রেলওয়ে শ্রমিক জোটের সভাপতি পরিমল কুমার অধিকারী বলেন, রাজবাড়ী রেলওয়ে সাব-ডিবিশনের মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ট্রাফিক, সিগন‌াল, মেডিকেলসহ কয়েকটি শাখার তিন শতাধিক কর্মচারী অস্থায়ী ভিত্তিতে কাজ করছে।

“২০১৭ সালের গেজেট অনুযায়ী তিন বছর কাজ করার পর তাদের স্থায়ী করার কথা ছিল। কিন্তু চলতি বছর ৩০ মে প্রজ্ঞাপনে আউটসোর্সিং ও ঠিকাদারের মাধ্যমে জনবল নিয়োগের কথা বলা হয়েছে। এতে আন্দোলনে নেমেছেন রেলওয়ের শ্রমিক-কর্মচারীরা।”

মানববন্ধন শেষে রেলস্টেশন এলাকায় বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা।

মানববন্ধনে রাজবাড়ী রেলওয়ে শ্রমিক জোটের সহ-সভাপতি আব্দু্ল বাতেন মিয়া, গেটকিপার সনাতন কুমার বিশ্বাস বক্তব্য দেন।