সুরমার পানি ১৫ ঘণ্টার ব্যবধানে ফের বিপৎসীমার উপরে

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ১৫ ঘণ্টার ব্যবধানে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়তে থাকায় বন্যার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2022, 08:28 AM
Updated : 15 June 2022, 08:28 AM

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ শামসুদ্দোহা বলেন, বুধবার সকাল ৯টা থেকে সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় তা চার সেন্টিমিটার নিচে ছিল।

“টানা বর্ষণ, উজানের ঢলে পানি দ্রুত বাড়ছে। মঙ্গলবার থেকে বুধবার বৃষ্টিও বেশি হচ্ছে। সুনামগঞ্জে ৫১ মিলিমিটার এবং তাহিরপুরের লাউড়েরগড় পয়েন্টে ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।”

এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় জেলার কয়েকটি সড়ক প্লাবিত হয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। গত বন্যায় ভেঙে যাওয়া দোয়ারাবাজার-ছাতক সড়কেও যান চলাচল ব্যাহত হচ্ছে। জামালগঞ্জ-কাঠইর সড়কের উজ্জ্বলপুর এলাকা ঝুঁকিতে রয়েছে।

তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণাসিন্ধু চৌধুরী বাবুল বলেন, এক সপ্তাহেরও বেশি সময় ধরে বৃষ্টিপাত হচ্ছে। বর্ষণ ও পাহাড়ি ঢলে গত ১৩ জুন তাহিরপুর-বিশ্বম্ভরপুর সড়কের শক্তিয়ারখলা ডুবন্ত সড়ক প্লাবিত হয়েছিল। ওই দিন সন্ধ্যায় আবার পানি নেমে যায়। বুধবার আবার সড়কটি প্লাবিত হয়েছে।

তাছাড়া সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট, জগন্নাথবাড়ি এলাকা, তেঘরিয়া, বড়পাড়া, নবীনগরসহ কয়েকটি এলাকার নিচু রাস্তাঘাট প্লাবিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন শহরবাসী।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, পাহাড়ি ঢল ও বর্ষণে পানি দ্রুত বাড়ছে। বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে বন্যা মোকাবেলায় তাদের রয়েছে। এরই মধ্যে প্রতিটি উপজেলায় ২০ টন করে চাল পাঠানো হয়েছে। শুকনো খাবার, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের মজুদ রয়েছে।

আরও কয়েকদিন বৃষ্টি থাকবে বলে সিলেট আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাইদুর রহমান চৌধুরী জানিয়েছেন।

আরও পড়ুন: