টাঙ্গাইলের ১৯ ইউপিতে চলছে ভোট

নতুন জনপ্রতিনিধি বেছে নিতে টাঙ্গাইলের পাঁচ উপজেলার ১৯ ইউনিয়ন পরিষদে কড়া নিরাপত্তায় ভোট দিচ্ছেন ভোটাররা।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2022, 05:24 AM
Updated : 15 June 2022, 05:24 AM

টাঙ্গাইল জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, বুধবার সকাল ৮টা থেকে এসব উপজেলায় ভোটগ্রহণ চলছে, যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

১৯টি ইউনিয়নের মধ্যে ১৮টিতে সাধারণ নির্বাচনে ইলেট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং দেলদুয়ার উপজেলায় আটিয়া ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ব্যালট পেপারে ভোটগ্রহণ হচ্ছে।

সকালের দিকে ভোটার কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে নারী-পুরুষের উপস্থিতি বাড়তে থাকে।

নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, এসব ইউপির চেয়ারম্যান পদে ৭১ জন, সাধারণ সদস্য পদে ৪৮৯ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সদস্য পদে ১ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। 

১৯ ইউপির মোট ভোটার ২ লাখ ৭০ হাজার ৯০১ জন। মোট ১০৫টি কেন্দ্রের ৮৫৮টি কক্ষে ভোট নেওয়া হচ্ছে।

নির্বাচন ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যব্স্থা। নির্বাচনী এলাকায় ১৬ প্লাটুন বিজিবি ছাড়াও পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা নিয়োজিত আছেন।

এ জেলার ২২টি ইউপিতে এবার ভোট হওয়ার কথা ছিল। এর মধ্যে নির্বাচন কমিশন থেকে মধুপুর উপজেলা অরনখোলা ও ফুলবাক চালা ইউনিয়ন এবং গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে। ফলে  বুধবার ১৯ ইউনিয়নে ভোট হচ্ছে।