কুমিল্লায় ‘ভোট কেনার’ অভিযোগে সংঘর্ষ, আহত ৩

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের আগের রাতে ‘টাকা দিয়ে ভোট কেনার’ অভিযোগে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2022, 05:04 AM
Updated : 15 June 2022, 05:04 AM

মঙ্গলবার রাতে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাটাবিল স্কুলের সামনে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান জানান।

আহত উজ্জ্বল, রাফি ও শাওন ওই ওয়ার্ডের কাউন্সিলর পদে করাত প্রতীকের প্রার্থী হুমায়ুন কবিরের সমর্থক।

হুমায়ুন কবীরের অভিযোগ, কাটাবিল এলাকার লাটিম প্রতীকের প্রার্থী আরমানুর রহমান আরমানের লোকজন ‘টাকা দিয়ে ভোট কেনার’ চেষ্টা করাছিল। সেসময় তার (হুমায়ুন) লোকজন বাধা দিলে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় হুমায়ুন কবীরের তিন সমর্থক আহত হলে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগের বিষয়ে কাউন্সিলর প্রার্থী আরমানুর রহমান আরমানের মোবাইলে একাধিকবার ফোন দিলে বন্ধ পাওয়া যায়।

ওসি সহিদুর রহমান বলেন, “গভীর রাতের ঘটনা। এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি। বিষয়টি আমরা দেখছি।”

সিটি করপোরেশন হওয়ার পর বুধবার তৃতীয়বারের মত নির্বাচন হচ্ছে কুমিল্লায়। সকাল ৮টায় নির্ধারিত সময়েই এ নগরীর ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।

সোয়া দুই লাখের বেশি ভোটারের এ নগরে ভোট নেওয়া হচ্ছে ইভিএমে। আর এবারই প্রথম সব কেন্দ্র ও ভোট কক্ষে রয়েছে সিসি ক্যামেরা।