ছেলে মতিলাল দত্তের হাত ধরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ফটক থেকে প্রায় ৭০ মিটার পথ হেঁটেই সিটি করপোরেশন নির্বাচনের কেন্দ্রে এলেন ৯৪ বছর বয়সী রাজরাজেশ্বর হেলারানী দত্ত। ঘড়ির কাঁটায় সময় তখন বুধবার সকাল ৭টা ৪০, ভোট শুরু হতে মিনিট বিশেক বাকি।
Published : 15 Jun 2022, 09:10 AM
নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানালেন, এই কেন্দ্রে হেলারানী দত্তই সম্ভবত সবচেয়ে বয়স্ক ভোটার। ভোট দিতে তিনিই সবার আগে কেন্দ্রে হাজির।
দীর্ঘ জীবনে অনেকবারই তো ভোট দিয়েছেন, কিন্তু এবার ভোট দিতে হবে ইভিএমে। এই বৃদ্ধা বললেন, “সমস্যা হইব না, হেতারা (পোলিং অফিসার) দেখায়ে দিলে দিতে পারমু।”
হেলারানীর ছেলে মতিলাল দত্তের বয়সও ৭০ পেরিয়েছে। জানালেন, ছয় ভাই ও ছয় বোনের জননী তার মা। এক ভাই আর এক বোনকে হারালেও দশ ভাই-বোন এখনও বেঁচে আছেন।
তাদের ব্যবসায়ী বাবা দিনশে চন্দ্র দত্ত গত হয়েছেন ৩০ বছর হয়ে গেল। বার্ধক্যজনিত কিছু সমস্যা ছাড়া মা হেলারানী মোটামুটি সুস্থই আছেন।
মতিলাল বললেন, “আমাদের মা একজন গৃহিণী। আমাদের সবাইকে তিনি সুন্দরভাবে পরিচর্যা করে বড় করিছেন। মাকে নিয়ে আমরা গর্বিত।”