কিশোরগঞ্জ হাওরে নৌকাডুবির ঘটনায় ৩ লাশ উদ্ধার

কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরে নৌকাডুবিতে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2022, 07:10 AM
Updated : 14 June 2022, 07:10 AM

উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের এন সহিলা গ্রামের সামনে হাওর থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান।

নিহতরা হলেন- করিমগঞ্জ উপজেলার নোয়াবাইদ ইউনিয়নের হালগড়া গ্রামের সিরাজ উদ্দিন (৬০), তার ছেলে ওয়াসিম (৩৫) এবং তাড়াইল উপজেলার দামিহা গ্রামের মাসুদ মিয়া (২৫)।

ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্যা বলেন, সোমবার দুপুরে তাড়াইল উপজেলার দামিহা এলাকা থেকে হাওরে মাছ চাষের জন্য নৌকায় করে গাছের ডালপালা নিয়ে রওনা দেন পাঁচজন। তারা যাচ্ছিলেন ইটনা সদর ইউনিয়নের বেতেগায়।

এন সহিলা গ্রামের হাওরে ঝড়ো বাতাসে নৌকাটি ডুবে যায়। দুজন সাঁতরে অপর একটি মাছ ধরার নৌকায় উঠতে সক্ষম হলেও বাকি তিনজন নিখোঁজ ছিলেন।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জর গিফারী বলেন, সকাল ৮টায় চার সদস্যের ডুবুরিদল উদ্ধারকাজ শুরু করে। ডুবে যাওয়া নৌকাটি উদ্ধারের পর তার ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।