একসঙ্গে চারজন শিক্ষার্থী এ গেটে হাজিরা দিয়ে বিদ্যালয়ে প্রবেশের সুযোগ পাবে।
উপজেলার চরদুয়ানী ইউনিয়নের জ্ঞানপাড়া এলাকা থেকে সোমবার রাত ১০টার দিকে চামড়াগুলো উদ্ধার করা হয় বলে পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট এইচএম হারুন অর রশিদ জানান।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
হারুন বলেন, “একটি পরিত্যক্ত ব্যাগে হরিণের চামড়া পাওয়ার গোপন খবরে ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করে কোস্টগার্ড। পরে ব্যাগে তল্লাশি করে তিনটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায়। “
হরিণের চামড়াগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ কোস্টগার্ড কর্মর্তা।