কুমিল্লা সিটি: ‘বহিরাগতদের আনাগোনা’ নিয়ে ইসিতে অভিযোগ কায়সারের

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের শেষ মুহূর্তে এলাকায় 'বহিরাগতদের আনাগোনা বাড়ছে' বলে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী নিজাম উদ্দিন কায়সার।  

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2022, 02:59 PM
Updated : 13 June 2022, 02:59 PM

ভোটের প্রচারের শেষ দিন সোমবার দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া অভিযোগে ঘোড়া মার্কার প্রার্থী বহিরাগতদের মহড়া বন্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ইভিএমের ফলাফল বিবরণী প্রিন্ট আকারে প্রকাশ করারও দাবি জানান।

অভিযোগ পাওয়ার কথা জানিয়ে রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বিকালে বলেন, “অভিযোগগুলো তদন্ত করে দেখা হবে।”

অভিযোগে কায়সার বলেন, “আমি মনোনয়নপত্র দাখিল করার পর ২৬ মে এবং প্রধান নির্বাচন কমিশনার কুমিল্লায় সফরে এলে ভোটারদের ও জনমনে শঙ্কার কথা উল্লেখ করেছিলাম।

“নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তে এসে লক্ষ্য করছি, নির্বাচনী এলাকায় বহিরাগতদের আনাগোনা বাড়ছে। অলিগলিতে ক্যাডাররা মহড়া দিচ্ছে। বিভিন্ন হত্যা মামলার চিহ্নিত আসামিরাও প্রকাশ্যে আসছে। এতে ভোটারদের মাঝে ভয় ও শঙ্কা বাড়ছে। এ বিষয়ে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

ইভিএম নিয়ে স্বতন্ত্র এই প্রার্থী বলেন, “ইভিএম নিয়ে জনমনে ব্যাপক সন্দেহ থাকা সত্ত্বেও আমরা নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছি। আমরা মৌখিকভাবে আপনাকে জানিয়েছিলাম, প্রতি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলের লিখিত বিবরণীর সঙ্গে মাস্টার ইভিএমের প্রিন্ট কপি (সব বুথের সম্মিলিত ফলাফলের প্রিন্ট কপি) সংযুক্ত আকারে প্রার্থীর পোলিং এজেন্টকে সরবরাহ করার জন্য।”

“এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে জনমনে শঙ্কা থেকেই যাবে।”

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, ভোট শেষে ইভিএমের প্রিন্ট কপি কেন্দ্রে কেন্দ্রে নির্দিষ্ট বোর্ডে টানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: