ট্রলারের সব যাত্রীরা সাঁতরে তীরে উঠেছেন বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
উপজেলার পাঁচলিয়া গ্রাম থেকে শুক্রবার সন্ধ্যায় েএ ঘটনা ঘটে বলে সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান।
নিহত বাবলু মিয়া (৪৫) ওই গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।
স্বজনদের বরাতে ওসি বলেন, বাবলু মিয়া ও তার বড় ভাই আব্দুল মজিদের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে শুক্রবার বিকালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আব্দুল মজিদ ইট দিয়ে বাবলুর মাথায় আঘাত করেন।
“এতে সে গুরুতর আহত হয়। স্বজনরা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
মামলার প্রস্তুতি চলছে জানিয়ে ওসি বলেন, লাশ থানা হেফাজতে রয়েছে। ঘটনার পরই মজিদ পালিয়ে গেছে।