আলোচিত এ ডাকাতির মূল পরিকল্পনাকারী রতন হোসেনসহ চক্রের ১০ জনকে ঢাকা, গাজীপুর ও সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সদর উপজেলার পঞ্চসারটিয়া মসজিদের সামনে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কে তিনি মারা যান বলে জনতা ব্যাংকের সিরাজগঞ্জ শাখার ডিজিএম জাহিদুল ইসলাম জানান।
নিহত নজরুল ইসলাম
জাহিদুল ইসলাম জানান, নজরুল শুক্রবার সকাল ১০টার দিকে বেলকুচি থেকে অটোরিকশায় করে সিরাজগঞ্জ শহরে আসছিলেন। পথে অটোরিকশার সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষ হলে আহত হন তিনি। স্থানীয়রা তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা পুলিশে অভিযোগ দিতে চাননি বলে জানান জাহিদুল ইসলাম। পুলিশও এ ঘটনায় এখনও কোনো মামলা করেনি।