টাঙ্গাইলে হত্যার দায়ে একজনের আমৃত্যু, চারজনের যাবজ্জীবন

টাঙ্গাইলে হত্যার দায়ে একজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত; আরও চারজনকে দিয়েছে যাবজ্জীবন।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2022, 01:46 PM
Updated : 8 June 2022, 01:46 PM

তাছাড়া আদালত তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাসুদ পারভেজ বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

আমৃত্যু কারাদণ্ড পেয়েছেন রেজাউল ইসলাম।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন আলো বেগম, রেজভী, আলমগীর ও লাল মিয়া।

তাদের মধ্যে রেজভী ও রেজাউল পলাতক রয়েছেন।

মামলার নথি অনুযায়ী, জেলার বাসাইল উপজেলার কাউলজানি গ্রামের মনিরুজ্জামান নামে এক ব্যক্তি ২০১০ সালের ১২ সেপ্টেম্বর খুন হন। ঘটনার পর তার ভায়রা ভাই রেজাউল ইসলাম রেজা, শ্যালিকা আলোক বেগমসহ কয়েকজনের নামে থানায় মামলা করেন তার বাবা। তদন্ত শেষে পুলিশ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় আদালতে।

বিচার শেষে আদালত সবাইকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিল।