মাদারীপুরে বন্ধ হাসপাতালের তালা ভেঙে মালামাল চুরির অভিযোগ

মাদারীপুরে সিলগালা করা একটি বেসরকারি হাসপাতালের মালামাল চুরির অভিযোগ তুলেছেন এর এক অংশীদার।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2022, 04:05 PM
Updated : 7 June 2022, 04:05 PM

শহরের ইটেরপুলে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে এক অংশের মালিকপক্ষ ও ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান মনির আরেক অংশীদারের বিরুদ্ধে এই মালামাল চুরির অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, শহরের শকুনী লেকেরপাড়ের ডিজিটাল এ্যাপোলো হাসপাতালের মালিকানা সংক্রান্ত দ্বন্দ্বে স্বাস্থ্য অধিদপ্তর ২০২১ সালে এর কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দেয়। এতে হাসপাতালের প্রয়োজনীয় কাগজপত্র, আসবাবপত্র ও চিকিৎসার কাজে ব্যবহৃত মূল্যবান যন্ত্রপাতি ভবনটিতে থেকে যায়।

এর কয়েক মাস পরে হাসপাতালের আরেক অংশীদার ও ভবন মালিক ইউনুস মোল্লা সিলগালা অংশের তালা ভেঙে মালামালসহ যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

এ ঘটনায় মাদারীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ব্যবস্থাপাক মনিরুজ্জামান।

সংবাদ সম্মেলনে এ ঘটনায় চুরি যাওয়া মালামাল উদ্ধার করাসহ বিচারের দাবি করেন তিনি।

তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন ইউনুস মোল্লা।

তিনি বলেন, “হাসপাতালের মালিকানা নিয়ে আমাদের দ্বন্ধ রয়েছে। কিন্তু আমি কোনো মালামাল সরাইনি। আমার ভবনটি মনিরুজ্জামান পাঁচ বছর ধরে ব্যবহার করে কোনো ভাড়া দেয়নি। এখন আমাকে উল্টো হয়রানি করার জন্য এসব মিথ্যে অভিযোগ করছে।”

এ বিষয়ে মাদারীপুর থানার এএসআই আলতাফ হোসেন বলেন, থানায় অভিযোগ করার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।