বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শিল্পকলা একাডেমির সামনে দুটি পক্ষ সংঘর্ষে জড়ায়।
মঙ্গলবার সকাল ১০টার দিকে বাবার মৃত্যু হলে দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় বলে পাথরঘাটা থানার ওসি মো. আবুল বাসার জানান।
নিহত নিরঞ্জন শীল (৫৬) উপজেলার হাতেমপুর গ্রামের বাসিন্দা।
ওসি স্থানীয়দের বরাতে বলেন, পারিবারিক কলহের জেরে সকালে নেপালচন্দ্র শীল (২৫) তার বাবাকে মারধর করেন। পরিবারের অন্য সদস্যদের চিৎকারে স্থানীয়রা উপস্থিত গিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহতের স্ত্রী রাধা রানী পাথরঘাটা থানায় নেপালচন্দ্রকে আসামি করে হত্যা মামলা করেছেন।
ওসি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নেপালকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।