পাবনার বেড়া উপজেলায় অগ্নিকাণ্ডে একটি কারখানা পুড়েছে। তবে এতে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।
Published : 06 Jun 2022, 01:05 AM
বেড়ার কৈটলা ইউনিয়নের মানিকনগরে কিউলিন ইন্ডাস্ট্রিতে (শোলা বা পাটকাঠির মিল) রোববার সন্ধ্যায় অগ্নিকাণ্ড ঘটে।
এতে আনুমানিক ৫ লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।
বেড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান জানান, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এই কারখানায় শোলা বা পাটকাঠি পুড়িয়ে ছাই (ডাস্ট) উৎপাদন করে বিদেশে রপ্তানি করা হত।
বেড়া থানার ওসি অরবিন্দ সরকার বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।”