জামালপুরে চোলাই পানে দুজনের মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চোলাই মদ পানে দুজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও দুজন।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2022, 11:33 AM
Updated : 1 June 2022, 11:33 AM

মঙ্গলবার রাতে উপজেলার তেঘুরিয়া বাজারে এ ঘটনা ঘটে বলে মাদারগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাহবুবুল হক জানান।

নিহতরা হলেন- তেঘুরি গ্রামের আমিনুর শেখের ছেলে কৃষক ইমরান ও একই গ্রামের আইন সোনারুর ছেলে কসাই হাফিজুর রহমান।

গুরুতর অবস্থায় একই গ্রামের ওবায়দুর ও রবি দাসকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বুধবার বলেন, মঙ্গলবার রাতে চারজন মিলে চোলাই মদ পান করেন। গভীর রাতে বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়লে তাদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

“হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় ইমরান ও হাফিজুর।”

দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পায়নি পুলিশ।

এ ঘটনার পর তেঘুরিয়া বাজারের তামিম মেডিকেল হলের মালিক পল্লিচিকিৎসক সায়েম, নাসরিন হোমিও হলের মালিক আমানুল্লাহ ও আরোগ্য নিকেতনের মালিক নূর ইসলাম এলাকা ছেড়ে পালিয়েছে।