শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে, তদন্তে কমিটি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজারে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2022, 07:02 AM
Updated : 29 May 2022, 07:31 AM

রোববার সকাল ৯টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, ছয়টি ইউনিট বেলা ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হবিগঞ্জের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রাফি।

তিনি আরও বলেন, “বিদ্যুৎকেন্দ্রের ভেতরে একটি ট্রান্সফরমারে শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিষয়টি পরিষ্কার জানা যাবে।

অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানাবে ফায়ার সার্ভিস।

শাহজীবাজারে বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। সকাল ৯টা ২৫ মিনিটে আগুন লাগে আর বেলা পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

“অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মফিজ উদ্দিন আহমদকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।“    

এদিকে অগ্নিকাণ্ডের পরপরই বিদ্যুৎকেন্দ্রের চারপাশে ভিড় জমায় উৎসুক জনতা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে বেগ পেতে হয়।