ফরিদপুরে সাড়ে তিন হাজার ভরি রুপা উদ্ধার, আটক ২

ফরিদপুরে সাড়ে তিন হাজার ভরি রুপা উদ্ধারসহ চোরাচালানের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2022, 03:46 PM
Updated : 28 May 2022, 03:46 PM

ভারত থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে এসব গয়না এনে দেশের বিভিন্ন দোকানে বিক্রি করা হয় বলে পুলিশের ভাষ্য।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা বলেন, গোপন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল শুক্রবার রাতে জেলা শহরের গোয়ালচামট লাহেড়ীপাড়া এলাকায় অভিযান চালানো হয়।

“ওই এলাকার কাজী আসাদুজ্জামানের বাড়ি থেকে উদ্ধার করা হয় তিন হাজার ৬৪৯ ভরি রুপার গয়না। একই সময় আটক করা হয় বাড়ির মালিক আসাদুজ্জামানসহ দুইজনকে।”

আটক অপরজন হলেন মো. সানি খান নামে এক ব্যক্তি। তারও বাড়ি জেলা শহরে।

পুলিশ কর্মকর্তা জামাল পাশা বলেন, আটককৃতরা ভারত থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে রুপা এনে দেশের বিভিন্ন দোকানে বিক্রি করেন বলে জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন।

তাদের বিরুদ্ধে মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।