দুই বছর পর খুলনা-কলকাতা ট্রেন চালু রোববার

করোনাভাইরাস প্রাদুর্ভাবে দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর খুলনা-কলকাতা পথে রেল চলাচল শুরু হচ্ছে রোববার।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2022, 01:20 PM
Updated : 28 May 2022, 04:03 PM

খুলনা রেলস্টেশন মাস্টার মানিকচন্দ্র সরকার জানান, ২৯ মে থেকে সপ্তাহে দুই দিন রোববার ও বৃহস্পতিবার ‘বন্ধন এক্সপ্রেস’ চলাচল করবে। আগের মতই এতে থাকবে আটটি যাত্রীবাহী বগিতে ৪৫৬টি আসন। এর মধ্যে এসি কেবিন ১৪৪টি এবং এসি চেয়ার ৩১২টি।

তিনি জানান, সকাল ৭টা ১০ মিনিটে কলকাতা থেকে ছেড়ে বেলা সাড়ে ১২টায় খুলনায় পৌঁছাবে এবং বেলা দেড়টায় খুলনা স্টেশন ছেড়ে যাবে।

স্টেশন মাস্টার জানান, রুটের দূরত্ব ১৭৫ কিলোমিটার। ভাড়া ধরা হয়েছে এসি চেয়ার এক হাজার ৫৩৫ টাকা, এসি কেবিন দুই হাজার ৫৫ টাকা।

২০১৭ সালের ১৬ নভেম্বর এ পথে রেল চলাচল শুরু হয়। করোনাভাইরাস মহামারীতে ২০২০ সালের ১৫ মার্চ বন্ধ হয়ে যায়।

খুলনা-কলকাতা বাসও চলাচল শুরুর খবর পাওয়া গেছে। ১ জুন থেকে দুই দেশের সরকার বাস চালানোর অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন ওই পথে চলাচলকারী ‘শ্যামলী যাত্রী পরিবহন সংস্থা’ খুলনার ইনচার্জ শেখ ইফতেখার হোসেন।