গাজীপুরে নিবন্ধনহীন তিনটি হাসপাতালের জরিমানা

গাজীপুরে নিবন্ধনহীন ও মেয়াদোত্তীর্ণ নিবন্ধনের তিনটি বেসরকারি হাসপাতালকে জরিমানা এবং এর মধ্যে দুটির কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2022, 02:07 PM
Updated : 27 May 2022, 02:07 PM

শুক্রবার বেলা ১২টায় শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় তিনটি হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

এ সময় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভুষণ দাস উপস্থিত ছিলেন। 

ডা. প্রণয় ভুষণ দাস জানান, স্বাস্থ্য বিভাগের নির্দেশে উপজেলার হাসপাতালগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাওনা পপুলার মেডিকেল সেন্টার ও আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন মেয়াদোত্তীর্ণ থাকায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও মো. তরিকুল ইসলাম বলেন, পপুলার মেডিকেল সেন্টার ও আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারে নিবন্ধন সনদ দেখাতে ব্যর্থ হওয়ায় প্রত্যেককে পাঁচ হাজার টাকা ও কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন মেয়াদোত্তীর্ণ থাকায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।