নেত্রকোণায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার

নেত্রকোণায় বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক কৃষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2022, 01:03 PM
Updated : 27 May 2022, 05:46 AM

গ্রেপ্তারকৃত লিটন সরকারকে (৪০) বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জেলার খালিয়াজুরী থানার ওসি মো. মজিবুর রহমান জানিয়েছেন।

লিটন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের সুধাংশু সরকারের ছেলে। স্ত্রী-সন্তান রয়েছে তার। 

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ তার বিরুদ্ধে। বুধবার রাতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন কিশোরীর বাবা।

মামলার পর তাকে নগর ইউনিয়নের বল্লভপুর গ্রামের শ্বশুড় বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

ওসি মামলার নথির বরাতে বলেন, প্রায় চার মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে লিটনের সঙ্গে কিশোরীর প্রেমের সম্পর্ক হয়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণ করেন লিটন। ঘটনা জেনে কিশোরীর বাবা ধর্ষণ মামলা দায়ের করেন।

পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখছে বলে জানান ওসি মজিবুর রহমান।