স্কুল মাঠ ভাড়া: তদন্তে কমিটি, অন্য মামলায় জেলে প্রধান শিক্ষক
গোপালগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 May 2022 10:07 PM BdST Updated: 26 May 2022 12:31 PM BdST
গোপালগঞ্জের বান্ধাবাড়ি জগৎবন্ধু পাবলিক উচ্চবিদ্যালয়ের মাঠ ঠিকাদারের কাছে ভাড়া দেওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে কোটালীপাড়া উপজেলা প্রশাসন।
কোটালীপাড়ার ইউএনও ফেরদাউস ওয়াহিদ জানান, উপজেলা কৃষি কর্মকর্তাকে আহ্বায়ক করে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সদস্য করে এই কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি জেলার কোটালীপাড়া উপজেলার এই বিদ্যালয়ের মাঠ অর্থের বিনিময়ে ঠিকাদের কাছে ভাড়া দেন প্রধান শিক্ষক শেখ আব্দুর রশিদ, যা নিয়ে বিনিডনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রতিবেদন প্রকাশিত হয় মঙ্গলবার।
বিদ্যালয় মাঠ ভাড়া দেওয়ায় ইটের স্তূপ আর খোয়া ভাঙার যন্ত্রের বিকট শব্দে বেকায়দায় পড়ে শিশু শিক্ষার্থীরা। বাধাগ্রস্ত হয় শ্রেণিকক্ষে পাঠদান। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন প্রধান শিক্ষকের মানসিকতা নিয়ে।
ইউএনও বলেন, “কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা এক মামলায় জামিনে থাকা প্রধান শিক্ষক শেখ আব্দুর রশিদ ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হান্নান মোল্লা বুধবার আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাদের জামিন বাতিল করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। কোটালীপাড়া আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম অনুশ্রী রায় এই আদেশ দেন।
গত ২৪ মার্চ মো. সিরাজুল ইসলাম নামে একজন অভিভাবক বাদী হয়ে এই মামলা দায়ের করেন তাদের বিরুদ্ধে।
মামলায় অভিযোগ করা হয়, ২০১৯ সালের ১৩ জুন প্রধান শিক্ষক আব্দুর রশিদ ও সভাপতি হান্নান মোল্লা ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত ছাড়াই ব্যাংক থেকে চেকের মাধ্যমে এক লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন।
-
ফেনীতে ধর্ষণচেষ্টা মামলায় রিকশাচালক কারাগারে
-
উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ
-
নোয়াখালীতে বৃদ্ধকে নির্যাতন, যুবলীগ নেতা গ্রেপ্তার
-
পৌনে ৩ কেজির ইলিশ, বিক্রি ৮ হাজার টাকায়
-
কুমিল্লায় কাউন্সিলরের বিরুদ্ধে হত্যা মামলা
-
ফুলবাড়ী সীমান্তে নদীতে নিখোঁজ ২ শিশুর লাশ পেল বিএসএফ
-
রূপগঞ্জে ২ স্কুলছাত্রীকে পিটুনি: শিক্ষক বরখাস্ত, তদন্তে কমিটি
-
বিলাইছড়ি হত্যাকাণ্ড: পাড়াছাড়া মানুষদের নিরাপত্তা দাবি, হুমকির অভিযোগ
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- ‘গ্যাস সঙ্কটের’ আঁচ বিদ্যুতে, বাড়ছে লোডশেডিং