সিরাজগঞ্জে যমুনার দুই তীরই ভাঙছে
ইসরাইল হোসেন বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 May 2022 07:29 PM BdST Updated: 25 May 2022 08:11 PM BdST
যমুনা নদীর পানি কমতে শুরু করার সঙ্গে সঙ্গে দুই তীরে ভাঙন দেখা দিয়েছে।
নদীর ডানতীরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া বাঁধ এবং শাহজাদপুর উপজেলার তিন ইউনিয়ন এবং বামতীরের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে ভাঙন দেখা দিয়েছে।
ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে এখনও কেউ দাঁড়ায়নি। তারা শঙ্কার মধ্যে দিন পার করছেন।
স্থানীয়রা জানান, গত ৭ দিনে শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের আরকান্দি ও ঘাটাবাড়ি, জালালপুর ইউনিয়নের জালালপুর, পাকুরতলা ও ভেকা এবং কৈজুরী ইউনিয়নের হাটপাচিল ও শরীফ মোড় এলাকায় ভঙনে অন্তত ৫০টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।

কৈজুরি ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খোকন বলেন, “পাচিল এলাকায় যমুনা নদীর তীর সংরক্ষণ কাজে গাফিলতির কারণে এ বছর গ্রামের মানুষ নদী ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়েছে।”
ঠিকাদাররা সময়মতো বস্তা ফেললে এ ক্ষতি হতো না বলে তিনি মনে করেন।
বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম মোল্লা বলেন, যমুনা নদীর বাম তীরে সিরাজগঞ্জের সীমান্তবর্তী চৌহালী উপজেলার সর্বদক্ষিণে বাঘুটিয়া ইউনিয়নের চরসলিমাবাদ, চরবিন্নানই ও ভূতেরবাড়ি এলাকায় সারা বছরই নদীভাঙন ছিল। আগে অন্তত দেড় শতাধিক বসতবাড়ি নদীতে বিলীন হয়েছে। সম্প্রতি ভাঙনে বিলীন হয়েছে আরও দেড় শতাধিক বসতবাড়ি। দুটি স্থানের ভাঙন নিয়ন্ত্রণে আসলেও ভূতেরবাড়ি এলাকায় এখনও তীব্র ভাঙন চলছে।

কাজিপুর উপজেলার যমুনা নদীর চরাঞ্চলের নাটুয়ারপাড়া রক্ষা বাঁধেও ভাঙন দেখা দেওয়ায় সেখানে সংস্কার কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। ইতোমধ্যে ওই বাঁধে থাকা বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, “নদীতে পানি কমতে শুরু করেছে। ভাঙনের স্থানগুলোতে সংস্কার কাজ চলছে। আশা করছি আগামী ৫/৭ দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রনে চলে আসবে।”
-
মেঘনা গ্রুপের প্যাকেজিং কারখানায় আগুন
-
গাজীপুরে জামিন নিতে পিস্তল নিয়ে এজলাসে আসামি
-
ফেনীতে ধর্ষণচেষ্টা মামলায় রিকশাচালক কারাগারে
-
উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ
-
নোয়াখালীতে বৃদ্ধকে নির্যাতন, যুবলীগ নেতা গ্রেপ্তার
-
পৌনে ৩ কেজির ইলিশ, বিক্রি ৮ হাজার টাকায়
-
কুমিল্লায় কাউন্সিলরের বিরুদ্ধে হত্যা মামলা
-
ফুলবাড়ী সীমান্তে নদীতে নিখোঁজ ২ শিশুর লাশ পেল বিএসএফ
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- ‘গ্যাস সঙ্কটের’ আঁচ বিদ্যুতে, বাড়ছে লোডশেডিং