মুন্সীগঞ্জে পদ্মাতীরে ভাঙন, ২ গ্রামের মানুষ আতঙ্কে
মুন্সীগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 May 2022 11:03 AM BdST Updated: 25 May 2022 11:04 AM BdST
-
পদ্মার প্রবল স্রোতের তোড়ে ভাঙন ঝুঁকিতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কয়েক গ্রাম
-
ভাঙনরোধে পদ্মা তীরে জিও ব্যাগ ফেলার উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড
-
ভাঙন আরও ব্যাপক আকার ধারণ করার শঙ্কায় দিন কাটাচ্ছে লৌহজংয়ের দুই ইউনিয়নের শতাধিক মানুষ
-
ভাঙনে জমিজিরাত, বসতভিটা পদ্মাগর্ভে বিলীন হচ্ছে প্রায় প্রতিবছরই
বর্ষা না আসতেই পদ্মার আগ্রাসী ঢেউ এবং প্রবল স্রোতে ভাঙন ঝুঁকিতে পড়েছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কয়েকটি গ্রাম; এরই মধ্যে বিলীন হয়েছে কয়েকজনের বসতভিটা, ভাঙন আরও ব্যাপক আকার ধারণ করার শঙ্কায় দিন কাটাচ্ছে উপজেলার দুই গ্রামের শতাধিক মানুষ।
আড়াই লাখ মানুষের বসবাসের এই লৌহজংয়ের বিভিন্ন ইউনিয়নের জমি-জিরাত, বসতভিটা পদ্মাগর্ভে বিলীন হচ্ছে প্রায় প্রতি বছরই। উপজেলার কনকসার ইউনিয়নের সিংহেরহাটি গ্রাম এবং লৌহজং-তেউটিয়া ইউনিয়নের বড় নওপাড়া গ্রামের ১ নম্বর ওয়ার্ডে সপ্তাহখানেক ধরে ভাঙন শুরু হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সিংহেরহাটি ও বড় নওপাড়া গ্রামের হোসেন মোল্লার বহু বছরের পুরনো বাড়ির ভিটা ভাঙতে শুরু করেছে। ভাঙনে নদীগর্ভে আংশিক তলিয়েছে মিঠু মোল্লার ঘর। এসব গ্রামের অনেকেই তড়িঘড়ি করে ঘর ভেঙে নিরাপদ জায়গায় সরিয়েও নিচ্ছেন। বিশেষ করে বড় নওপাড়া গ্রামের দুই শতাধিক পরিবারের বসতভিটা ঝুঁকিতে আছে। দিন বা রাত কখন পদ্মায় গিলে খায় সে আতঙ্কে দিন কাটাচ্ছেন এখানকার মানুষ।

ভাঙনরোধে পদ্মা তীরে জিও ব্যাগ ফেলার উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড
ফরিদ মাঝি গত তিন দশক ধরে দেখছেন ভাঙনে গ্রামের পর গ্রাম বিলীন হয়ে যাচ্ছে পদ্মায়।
এই গ্রামের ফাতেমা বেগম জানান, ১৭ বছর আগে বিয়ের পর যখন এই গ্রামে আসেন, তখন বাড়ির আশপাশে নদীর চিহ্নই তিনি দেখেননি। এখন পরিস্থিতি আতঙ্কের বলে জানান এই গৃহবধূ।

ভাঙন আরও ব্যাপক আকার ধারণ করার শঙ্কায় দিন কাটাচ্ছে লৌহজংয়ের দুই ইউনিয়নের শতাধিক মানুষ
ভাঙন রোধে দ্রুত এবং স্থানীয় সমাধান চান ফাতেমা বেগম।
ভাঙনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল আউয়াল ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই ভাঙন রোধে পদ্মাতীরে জিও ব্যাগ ফেলা হবে। জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডকে এই পরিস্থিতির কথা জানানো হয়েছে।

ভাঙনে জমিজিরাত, বসতভিটা পদ্মাগর্ভে বিলীন হচ্ছে প্রায় প্রতিবছরই
এর আগে ১৮ মে লৌহজং-টঙ্গাবাড়ি উপজেলায় ৪৪৬ কোটি টাকার স্থানীয় বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
তখন তিনি বলেন, স্থায়ী বাঁধ হয়ে গেলে এ এলাকায় ভাঙন সমস্যায় আর থাকবে না।
-
মেঘনা গ্রুপের প্যাকেজিং কারখানায় আগুন
-
ফেনীতে ধর্ষণচেষ্টা মামলায় রিকশাচালক কারাগারে
-
উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ
-
নোয়াখালীতে বৃদ্ধকে নির্যাতন, যুবলীগ নেতা গ্রেপ্তার
-
পৌনে ৩ কেজির ইলিশ, বিক্রি ৮ হাজার টাকায়
-
কুমিল্লায় কাউন্সিলরের বিরুদ্ধে হত্যা মামলা
-
ফুলবাড়ী সীমান্তে নদীতে নিখোঁজ ২ শিশুর লাশ পেল বিএসএফ
-
রূপগঞ্জে ২ স্কুলছাত্রীকে পিটুনি: শিক্ষক বরখাস্ত, তদন্তে কমিটি
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- ‘গ্যাস সঙ্কটের’ আঁচ বিদ্যুতে, বাড়ছে লোডশেডিং