সুনামগঞ্জে বন্যায় ‘শত কোটি’ টাকার ক্ষতি
সুনামগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 May 2022 04:15 PM BdST Updated: 24 May 2022 04:15 PM BdST
সুনামগঞ্জে অকাল বন্যায় কৃষি ও যোগাযোগ খাতে প্রায় শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
ক্ষতির তালিকায় আছে প্রায় ২৭০ কিলোমিটার পাকা রাস্তা; তলিয়ে গেছে প্রায় দেড় হাজার হেক্টর জমির ফসল; ভেসে গেছে হাজারের বেশি পুকুরের মাছ।
ভারতে অতিবৃষ্টির ফলে গত ১৭ এপ্রিলের পর জেলার ছাতক, দোয়ারাবাজার, সুনামগঞ্জ সদর উপজেলায় পানি বাড়তে থাকে। সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, পুরাতন সুরমাসহ বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে। পানির চাপে ফসল রক্ষা বাঁধ ভেঙে যায় কোথাও কোথাও।
তাছাড়া অতিরিক্ত পানি বিভিন্ন নদী-তীরবর্তী এলাকায় ঢুকে পুকুর ভেসে যায়; প্লাবিত হয় কিছু শহর, গ্রাম ও রাস্তাঘাট।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, এবার অকাল বন্যায় এ জেলায় এক হাজার ১০০ হেক্টর জমির বোরো ধান, আউশের বীজতলা ১৩০ হেক্টর, আউশ ধান ৩০ হেক্টর, সবজি ৭০ হেক্টর, বাদাম ৯৫ হেক্টর তলিয়ে যায়। এসব ক্ষেত এখনও নিমজ্জিত আছে। এতে প্রায় পাঁচ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
জেলায় এক হাজার ৩১০টি পুকুরের মাছ ভেসে গেছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মণ্ডল।
সুনীল বলেন, এতে এক হাজার ১৪৭ জন খামারি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে তিন কোটি টাকা। এসব খামারের আয়তন ১৭৪ হেক্টর। মাছের পরিমাণ ১৬৮ টন। আর পোনা ভেসে গেছে প্রায় ৫০ টন।

জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম জানান, বন্যায় ২৭০ কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। কোথাও কোথাও রাস্তা বিলীন হয়ে গেছে, কোথাওবা ভেঙ্গে গেছে, বিটুমিন ও আরসিসি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক জায়গায়। তাছাড়া তিনটি সেতু ও একটি রাবার ড্যাম ধসে গেছে।
“এতে প্রায় ৯০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে বন্যার পানি পুরোপুরি নেমে যাওর পর রাস্তাঘাট আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।”
২১ মে পানি নামতে শুরু করেছে।
সদর উপজেলার অচিন্তপুর গ্রামের নেহার উদ্দিন বলেন, তাদের রাস্তাঘাটে কোমরপানি ছিল। চলাচল বন্ধ ছিল। এখন পানি নামার সময় ভেঙ্গে যাচ্ছে।

তিনি বলেন, “আমাদের বাড়ির পাশে রাবার ড্যামের পাশে দুটি রাস্তা ধসে গেছে। তাছাড়া কয়েকটি রাস্তা পাহাড়ি ঢলে ভেসে গেছে।”
বন্যায় সার্বিক ক্ষয়ক্ষতির তালিকা তৈরির জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিসি মো. জাহাঙ্গীর হোসেন।
-
রংপুরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হত্যা: বাবা-ছেলের ফাঁসির রায়
-
গাইবান্ধায় গৃহবধূকে হত্যার দায়ে স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড
-
ফেনীতে কিশোরকে ধর্ষণের অভিযোগ, ‘সালিশে রফা’
-
ব্যক্তি পুলিশের অপরাধের দায় বাহিনী নেবে না: আইজিপি
-
পদ্মা সেতুর টোল প্লাজায় প্রত্নসামগ্রীসহ একজন আটক
-
মসজিদের টাকা নিয়ে তর্ক, এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
-
পটুয়াখালীতে স্কুলছাত্রীকে ‘হত্যায়’ প্রতিবেশী দম্পতি গ্রেপ্তার
-
শেরপুরের ‘মাদকাসক্তের’ দায়ের কোপে প্রাণ গেল নববধূর
-
রংপুরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হত্যা: বাবা-ছেলের ফাঁসির রায়
-
গাইবান্ধায় গৃহবধূকে হত্যার দায়ে স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড
-
ব্যক্তি পুলিশের অপরাধের দায় বাহিনী নেবে না: আইজিপি
-
পদ্মা সেতুর টোল প্লাজায় প্রত্নসামগ্রীসহ একজন আটক
-
মসজিদের টাকা নিয়ে তর্ক, এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
-
পটুয়াখালীতে স্কুলছাত্রীকে ‘হত্যায়’ প্রতিবেশী দম্পতি গ্রেপ্তার
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- হারুনকে সংসদে ‘বাধা দেবেন’ রাঙ্গাঁ
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও