গাজীপুরে ট্রেনের ধাক্কায় নারী নিহত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রেনে‌র ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2022, 06:51 AM
Updated : 24 May 2022, 06:51 AM

মঙ্গলবার সকালে জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনে সাতখামাইর মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির (জিআরপি) এসআই  মো. শহীদুল্লাহ হিরো জানান।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

এসআই আরও বলেন, সকালে ওই নারী রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

“নিহতের পরনে ছাপা রংয়ের ম্যাক্সি রয়েছে। বয়স আনুমানিক ৪০ বছর।”

মরদেহ উদ্ধারের ব্যবস্থা নিচ্ছে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা  নেওয়া হবে।