জামালপুরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

জামালপুরে ‘মাদকের টাকা না দেওয়ায়’ বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2022, 04:21 PM
Updated : 21 May 2022, 04:21 PM

তাছাড়া গ্রেপ্তারকৃত যুবককে তার বন্ধুরা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করায় তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. দেলোয়ার হোসেন।

নিহত আব্দুর রশিদ (৬৫) সদর উপজেলার রশীদপুর গ্রামের মহেছ শেখের ছেলে।

রশিদের আরেক ছেলে জাহাঙ্গীর আলম শিপন।

শিপন সাংবাদিকদের বলেন, মাদকের টাকার জন্য তার ছোট ভাই রিপন (২৬) প্রায়ই বৃদ্ধ বাবাকে মারধর করতেন। শনিবার সকাল ৯টার দিকে রিপন আবার টাকা চাইলে বাবা দেননি। এজন্য বাবাকে মারধর করেন রিপন। আহত বাবাকে স্থানীয়রা জামালপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাহাঙ্গীর সন্ধ্যায় রিপনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।

ওসি দেলোয়ার বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে বিকাল সাড়ে ৩টার দিকে পুলিশ গিয়ে রিপনকে আটক করে। এ সময় তার বন্ধু মো. ফয়সালসহ একদল লোক পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে রিপনের বন্ধু ফয়সালকে আটক করা হয়েছে জানিয়ে ওসি বলেন, ছিনতাইচেষ্টার ঘটনায় পুলিশ মামলার প্রস্তুতি নিচ্ছে।