রাজশাহীতে উদ্বোধনের অপেক্ষায় ‘সেলিব্রিটি গ্যালারি’
রাজশাহী প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 May 2022 06:52 PM BdST Updated: 21 May 2022 07:14 PM BdST
চেয়ার-টেবিলে ধ্যানমগ্ন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর; পাশেই দাঁড়িয়ে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আছেনই।
বিশ্ববিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, রাষ্ট্রনায়ক থেকে শুরু হয়ে অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, খেলোয়াড়—যেন সবাই আছেন রাজশাহী উপশহর এলাকার ৩ নম্বর সেক্টরে একটি দোতলা ভবনে।
রাজশাহীর ভাস্কর মৃণাল হকের এসব শিল্পকর্মে যেন ‘সেলিব্রিটিদের হাট’ বসেছে।
গ্যালারির কিউরেটর কামরুল হাসান মিলন বলেন, তাদের সব প্রস্তুতি মোটামুটি শেষ। এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছেন তারা। গ্যালারিতে প্রবেশ ফি ধরা হয়েছে ১০০ টাকা। তবে শিক্ষার্থীদের জন্য তা হবে অর্ধেক।

উদ্বোধনের আগেই সেলিব্রিটি গ্যালারিতে ভিড় করতে শুরু করেছেন দর্শনার্থীরা। গত ৬ মে থেকে দর্শনার্থীরা দেখতে আসছেন এসব ভাস্কর্য। দিন দিন তাদের উপস্থিতি বাড়ছে।
সরেজমিনে দেখা গেছে, দোতালায় রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি জাতীয় চার নেতা এএইচএম কামারুজ্জামান, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম।
মীর মশাররফ হোসেন এবং আব্দুল গাফ্ফার চৌধুরীর ভাস্কর্যও রয়েছে সেখানে।
দোতালা ভবনের সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই চোখ আটকায় স্পাইডার ম্যান। যেন সিঁড়ির ওপর ঝুলে রয়েছে।

বাঁ পাশের দরজা পেরোতেই চোড়ে পড়বে সুবিশাল কক্ষ। ঢুকতেই ডান হাতে বিখ্যাত কমেডি সিরিজ ‘থ্রি স্টুজেস’-এর তিন মূল চরিত্র। এছাড়া ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি, যার পায়ের জাদুতে আটকে রয়েছে ফুটবল।
কক্ষজুড়ে নানা ভঙ্গিতে দাঁড়িয়ে বলিউড তারকা শাহরুখ খান, মি. বিন খ্যাত রোয়ান অ্যাটকিনসন, খ্যাতিমান অভিনেতা চার্লি চ্যাপলিন, পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ক্যাপ্টেন জ্যাক স্প্যারো, ভুবন কাঁপানো কণ্ঠস্বর বব মার্লে, পপ গানের রাজা মাইকেল জ্যাকসন ও গায়িকা শাকিরা।
এরপর পরের আলো-ঝলমলে ঘরে ঢুকতেই চোখ পড়বে রাইফেল কাঁধে দাঁড়ানো বিপ্লবের বিশ্বপ্রতীক চে গুয়েভারার দিকে। এই কক্ষের এক কোণে বসে কাব্যচর্চায় মগ্ন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। পাশে দাঁড়িয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও বিপ্লবী ক্ষুদিরাম বসু।
মহাত্মা গান্ধীর পাশে সাদা শাড়িতে মানবতার দূত মাদার তেরেসা আছেন এই ঘরে। আরও আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও প্রিন্সেস ডায়ানাসহ অনেক খ্যাতিমান ব্যক্তি।

শুক্রবার বিকেলে সেলিব্রিটি গ্যালারিতে এসেছিলেন অনেককেই। তাদের একজন শিক্ষার্থী রানা।
সাংবাদিকদের তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে ঘুরতে এসেছেন।
“ভাস্কর্যগুলো একেবারেই জীবন্ত মনে হয়েছে। রাজশাহীর মতো একটি জায়গায় এমন একটি আয়োজন সত্যিই আমার ভালো লেগেছে।”
ঢাকা নগরীর বিভিন্ন স্থানে স্থাপিত ভাস্কর্যের জন্য আলোচিত ছিলেন মৃণাল হক। ২০২০ সালের ২৩ অগাস্ট ৬২ বছর বয়সের মারা যান। তার পরিবারের উদ্যোগে পৈত্রিক বাড়িতে সেলিব্রিটি গ্যালারি চালু করা হচ্ছে বলে কিউরেটর কামরুল হাসান মিলন জানান।
-
‘আশ্রয়কেন্দ্রে আর কত’
-
কুমিল্লায় হত্যার ১৪ বছর পর তিনজনের যাবজ্জীবন
-
শেখ হাসিনা হত্যাচেষ্টা: ফাঁসির আসামি পিন্টু কারাগারে
-
যানবাহন নেই, শিমুলিয়া থেকে সরলো ২ ফেরি
-
সাভারে ছাত্রের বেধড়ক পিটুনিতে আহত শিক্ষকের মৃত্যু
-
ফেনীতে স্কুলশিশুকে ধর্ষণ-হত্যায় গ্রেপ্তার যুবক ‘পর্ন আসক্ত’
-
ধলেশ্বরী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
-
সুনামগঞ্জে বন্যার্তদের পাশে পটুয়াখালী বিশ্ববিদ্যালয়
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’
- ‘মাদারীপুর এত কাছে!’
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি