হবিগঞ্জে পাচারকালে ৪ হাজার ৫৭৩ লিটার ভোজ্যতেল জব্দ, আটক ২

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পাচারকালে ৪ হাজার ৫৭৩ লিটার ভোজ্যতেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2022, 10:04 AM
Updated : 20 May 2022, 10:04 AM

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম জানান, উপজেলার লাল মিয়া বাজার থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তেলগুলো জব্দ করা হয়।

ফাইল ছবি

আটকরা হলেন- আজমিরীগঞ্জ পৌর এলাকার সমীপুর এলাকার মৃত নিধু রায়ের পুত্র সুমন রায় (২৮) ও নগর গ্রামের দুলাল শুক্লবৈদ্যর ছেলে নেপাল শুক্লবৈদ্য (৩২)।

শফিকুল বলেন, ভোজ্যতেলের একটি চালান পাচারের গোপন তথ্যে অভিযান চালিয়ে সুমন রায়ের ব্যবসা প্রতিষ্ঠানের একটি গুদাম থেকে ৪ হাজার ৫৭৩ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়। পরে তা ৪ লাখ ৭৩ হাজার ৪শত টাকায় নিলামে বিক্রি করা হয়।

পরে আটক দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

টাকা পরিশোধ করলে তাদেরকে ছেড়ে দেয়া হয় বলে জানান শফিকুল।