চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2022, 11:34 AM
Updated : 19 May 2022, 11:34 AM

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আঞ্জুমান আরা জানান। 

দণ্ডপ্রাপ্ত মো. জাহির (৩১) সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গড়াইপাড়া গ্রামের বাসিন্দা।

মামলার বরাত দিয়ে আইনজীবী বলেন, ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের খড়িবোনা রোডপাড়া গ্রামের জিল্লার রহমানের বাড়ির বাঁশঝাড়ে অভিযান চালিয়ে র‌্যাব এক কেজি ১২৫ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ সময় জাহিরকে আটক করা হয়।

র‌্যাব-৫ এর এসআই এস এম ফিরোজ আহমেদ বাদী হয়ে জাহিরকে আসামি করে মামলা করেন। তদন্ত কর্মকর্তা এসআই মো. ওসমান গনি ওই বছরের ২০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেন।

আইনজীবী আরও বলেন, আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।