নাফ নদী থেকে রোহিঙ্গা আটক, ক্রিস্টাল মেথ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী থেকে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে; এ সময় তার কাছে থেকে ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

টেকনাফ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2022, 06:30 AM
Updated : 19 May 2022, 06:30 AM

বৃহস্পতিবার ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের আইয়ুবের জোড়া বিএসপি খাল এলাকা থেকে যুবককে আটক করা হয় বলে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান।

আটক শহীদুল ইসলাম (২২) উপজেলা জাদিমোড়া ২৭ নম্বর ক্যাম্পের ব্লক-বির বাসিন্দা।

লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার বলেন, মিয়ানমার থেকে মাদকের চালান আসার খবরে অভিযান চালানো হয়। শহীদুল নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে মাছ ধরার জাল নিয়ে খালের ভিতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

“বিজিবি সদস্যরা তাকে থামার নির্দেশ দেয়। কিন্তু তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন তাকে ঘেরাও করে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পিঠে গামছা দিয়ে বাঁধা এক কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়।"

বিজিবির এই কর্মকর্তা দাবি করেন, উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য পাঁচ কোটি ৬০ লাখ টাকা। শহীদুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা হবে।