এ বিষয়ে ছাত্রী ও তার পরিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে বুধবার দুপুরে মৌখিকভাবে অভিযোগ করে।
ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে ইদিলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মু. এমদাদ হোসাইন বলেন, অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ের এক শিক্ষক কুপ্রস্তাব দেন। দুপুরে ছাত্রী ও তার পরিবার মৌখিকভাবে অভিযোগ করেছে।
তিনি আরও বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে আরও কয়েকজন ছাত্রী একই অভিযোগ করেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে ক্লাসসহ বিদ্যালয়ের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রতীকী ছবি
এদিকে ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ, ওই শিক্ষক তাকে প্রায়ই একা প্রাইভেট পড়তে বলতেন। সোমবার দুপুরে একা তার বাসায় পড়তে যেতে বললে সে অনাগ্রহ প্রকাশ করে। তখন ওই শিক্ষক তার সঙ্গে অশালীন আচরণ করেন।
এ বিষয়ে ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সুজন দাসগুপ্ত।