ব্যবসায়ীর বাসায় লেপ-তোষকের নিচে সয়াবিন তেল

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এক ব্যবসায়ীর বাসার লেপ-তোষকের নিচ থেকে সাড়ে ৩০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2022, 08:19 AM
Updated : 18 May 2022, 08:40 AM

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সাটুরিয়া উপজেলা প্রশাসন বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দরগ্রাম বাজারের ব্যবসায়ীর বাসা থেকে এসব তেল উদ্ধার করে।

অবৈধ মজুতের দায়ে অনিক স্টোরের মালিক ব্যবসায়ী বাসুদেব বসাককে ৫০ হাজার টাকা জরিমানা ও উদ্ধার করা তেল গায়ের মূল্যে খোলা বাজারে বিক্রি করে দেওয়া হয় বলে জানান সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিন আরা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে প্রথমে বাসুদেবের দোকানে অভিযান চালানো হয়। সেখানে কোনো মজুত তেল পাওয়া যায়নি।

“পরে গোপন সংবাদের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হয়। বাসার লেপ-তোষক-কাঁথার নিচ থেকে সাড়ে ৩০০ লিটার বোতলজাত তেল উদ্ধার করা হয়। অভিযান অব্যাহত রয়েছে।”