গোপালগঞ্জে দুর্ঘটনায় নিহত ৯: সেই বাসচালক গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় দুর্ঘটনায় চিকিৎসকসহ নয়জন নিহতের ঘটনায় বাস চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2022, 06:29 PM
Updated : 17 May 2022, 06:29 PM

সোমবার বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার করে ভাটিয়াপাড়া হাইওয়ে ফাঁড়ির পুলিশ।

গ্রেপ্তার শংকর দাস (৪৫) পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গুদিঘাট গ্রামে। তিনি দুর্ঘটনাকবলিত বাস রাজিব পরিবহনের চালক।

গত শনিবার কাশিয়ানীর ফুকরা মিল্টন বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বাস-প্রাইভেটকা-মোটরসাইকেল সংঘর্ষে চিকিৎসকসহ নয়জন নিহত হয়েছেন।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক জানান, গোপন সংবাদ পেয়ে শংকরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, ওই দুর্ঘটনায় শংকর দাসের পা ভেঙে গিয়েছিল। প্রথমে তিনি গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মোফাজ্জেল হক জানান, এ ঘটনায় রোববার (১৫ মে) রাতে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী ট্রাফিক উপ-পরিদর্শক গৌতম কুমার দাস বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় বাস চালককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, শংকর দাস এখন পুলিশ হেফাজতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি সুস্থ হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।