ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
নাজমুল হক শামীম, ফেনী প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 May 2022 12:12 AM BdST Updated: 18 May 2022 12:12 AM BdST
-
পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দুই পুলিশ সদস্য
-
র্যাব সদস্যদের ব্যবহৃত প্রাইভেট কার
-
পরশুরাম মডেল থানা
ফেনীর পরশুরামে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে র্যাব ও পুলিশের সাদা পোশাকের সদস্যদের মধ্যে ‘হাতাহাতির’ ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাতে পরশুরাম বাজারের ডাকবাংলা মোড়ে এ ঘটনা ঘটে বলে ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান।
এ ঘটনায় চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হয়েছেন পরশুরাম থানার এএসআই মো. রেজাউল করিম, এএসআই মোহাম্মদ ইব্রাহিম, পুলিশ কনস্টেবল মোহাম্মদ নুরুন্নবী ও মাহবুব হোসেন।
পরশুরাম মডেল থানার এসআই হারুন জানান, রাতে সু্বার বাজার থেকে একটি সাদা রঙ্গের প্রাইভেটকারকে পুলিশের সদস্যরা বাজারের ডাকবাংলা মোড়ে সিগন্যাল দিলে গাড়ি থেকে নেমে র্যাব সদস্যরা তাদের মারধর করেন।

র্যাব সদস্যদের ব্যবহৃত প্রাইভেট কার
পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল খালেক জানান, স্থানীয়রা আহত চার পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এসেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইয়াছিন আলাউদ্দিন ডালিম জানান, আহতদের মধ্যে দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
পরশুরাম মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “কোনো মারামারির ঘটনা ঘটেনি; ভুল বোঝাবুঝি হয়েছে। র্যাবের সাদা গাড়িটিসহ সদস্যরা এখন থানায় আছেন। আমার উভয় পক্ষের সাথে কথা বলছি।”
পরশুরামের দায়িত্বপ্রাপ্ত (ভারপ্রাপ্ত) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মো. মাশকুর রহমান বলেন, “অনাকাঙ্ক্ষিত ঘটনাটি নিয়ে উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরশুরাম থানায় রাতে বৈঠক চলছে। বিষয়টি দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

পরশুরাম মডেল থানা
র্যাব-৭ সিপিসি-১ ফেনী ক্যাম্পের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করা হলে তিনি পরশুরামে কী ঘটনা ঘটেছে সে সম্পর্কে অবগত নয় বলে জানান।
এ সময় তার পরিচয় জানতে চাওয়া হলে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
এদিকে র্যাব-৭ সিপিসি-১ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াডন লিডার আব্দুল্লাহ আল জাবের আল ইমরান বলেন, তিনি অন্য একটি অপারেশনে ব্যস্ত আছেন। পরশুরামে কী ঘটনা ঘটেছে তা তার জানা নেই।
-
কুড়িগ্রামে ফের বন্যায় নাজেহাল মানুষ
-
কক্সবাজারে র্যাবের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
-
গাজীপুরে ‘প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মারধর’ কিশোরীকে
-
শেখ হাসিনার গাড়িবহরে হামলার আসামির বিরুদ্ধে পিপির জিডি
-
গাইবান্ধায় গৃহবধূকে হত্যার দায়ে স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড
-
ফেনীতে কিশোরকে ধর্ষণের অভিযোগ, ‘সালিশে রফা’
-
ব্যক্তি পুলিশের অপরাধের দায় বাহিনী নেবে না: আইজিপি
-
পদ্মা সেতুর টোল প্লাজায় প্রত্নসামগ্রীসহ একজন আটক
-
কক্সবাজারে র্যাবের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
-
গাজীপুরে ‘প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মারধর’ কিশোরীকে
-
কুড়িগ্রামে ফের বন্যায় নাজেহাল মানুষ
-
শেখ হাসিনার গাড়িবহরে হামলার আসামির বিরুদ্ধে পিপির জিডি
-
রংপুরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হত্যা: বাবা-ছেলের ফাঁসির রায়
-
গাইবান্ধায় গৃহবধূকে হত্যার দায়ে স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- হারুনকে সংসদে ‘বাধা দেবেন’ রাঙ্গাঁ
- পাহাড়ে সশস্ত্র দল; এই ‘বম পার্টি’ কারা?