ভোলা-চরফ্যাশন সড়কে ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ

ভোলার লালমোহনে পাথরবোঝাই ট্রাকসহ একটি বেইলি সেতু ভেঙে গেছে; এতে ভোলা-চরফ্যাশন রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2022, 10:42 AM
Updated : 17 May 2022, 10:42 AM

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ডাওরী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান।

তিনি বলেন, “ব্রিজ ভেঙে ট্রাকসহ খালে পড়েছে। এতে কারও কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে সকল যান চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা সড়ক বিভাগের কর্তৃপক্ষকে অবহিত করেছি। তারা দ্রুত সমাধান করবেন বলে আস্বস্ত করেছেন।”

স্থানীয়রা জানান, ভোলা থেকে ছেড়ে আসা পাথর বোঝাই ট্রাকটি সেতুটি পার হওয়ার সময় মাঝখান দিয়ে ভেঙে একটি মোটরসাইকেলসহ খালে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে খালে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধার করেন। এতে কেউ হতাহত হয়নি।

ভোলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম বলেন, “ভোলা-চরফ্যাশন রুটে অবৈধ নসিমন ও অটোরিকশা চাচল বেড়ে গেছে। ট্রাকটি সেতুতে ওঠার পর সামনে একটি অটোরিকশাকে দেখে ব্রেক করলে এ দুর্ঘটনা ঘটে।”