সুরমা উপচে এবার সুনামগঞ্জ শহর প্লাবিত
সুনামগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 May 2022 12:59 PM BdST Updated: 17 May 2022 02:52 PM BdST
পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সুরমা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে সুনামগঞ্জ শহরেও ঢুকে পড়েছে; এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
মঙ্গলবার ভোর রাত থেকে শহরের মধ্যবাজার, উকিলপাড়া, নবীনগর, তেঘরিয়া সাববাড়ি ঘাট, জগন্নাথবাড়ি বাজার, বক্ষব্যাধি ক্লিনিকসহ তুলনামূলক নিচু এলাকা প্লাবিত হয়ে কোথাও কোথাও সড়ক আংশিক ডুবে গেছে বলে জানিয়েছেন সুনামগঞ্জের পৌর মেয়র নাদের বখত।
তিনি আরও বলেন, পানি প্রবেশ করেছে ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়িতেও।
এ ছাড়া বিশ্বম্ভরপুর-শক্তিয়ারখলা সড়ক, ছাতক-গোবিন্দগঞ্জ সড়কও প্লাবিত হয়েছে। এতে যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। এভাবে পানি বাড়তে থাকলে বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা।

উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর, জকিগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল, গ্রামীণ সড়ক প্লাবিত হওয়ার ফলে কিছু স্থানে শুকনো খাবার সরবরাহ করা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে ত্রাণ হিসেবে বরাদ্দ করা হয়েছে চাল।

“সোমবার রাতভর প্রবল বৃষ্টি হয়। পাহাড়ি ঢলের কারণে মঙ্গলবার ভোর রাত থেকে নদ-নদীতে অস্বাভাবিক পানি বেড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় প্রায় ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।”
শামসুদ্দোহা আরও বলেন, “মঙ্গলবার সকাল ৯টা থেকে সুরমা নদীর পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই সময়ে সীমান্ত নদী যাদুকাটার পানি ৭ দশমিক ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ ছাড়া পুরাতন সুরমা নদীর পানিও বিপৎসীমার উপর দিয়ে বইছে।

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, পাহাড়ি ঢলে বিশ্বম্ভরপুর-শক্তিয়ারখলা সাবমার্জিবল সড়ক প্লাবিত হয়েছে। ঝুঁকির মুখে আছে কয়েকটি সেতুর অ্যাপ্রোচ সড়ক।
তিনি আরও বলেন, পানি বৃদ্ধির ফলে ও পাহাড়ি ঢলের তোড়ে বিভিন্ন সড়ক শুধু প্লাবিতই হচ্ছে না ভেঙে যাওয়ার উপক্রমও হচ্ছে।
ছাতক বাজারের স্কুলশিক্ষক তমাল পোদ্দার বলেন, মঙ্গলবার ভোরে সুরমা নদীতে অস্বাভিক পানি বৃদ্ধি পাওয়ায় ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্লাবিত হয়েছে। এতে যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে।
আরও পড়ুন:
-
নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল, শিক্ষককে ‘শোকজ’
-
উত্তরের পথে ধীরগতি
-
নাফ নদীতে ভেলায় চড়ে এল কোটি টাকার আইস
-
রাজবাড়ীতে বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তি
-
বাঁচানো গবাদিপশু টিকিয়ে রাখার সংগ্রামে বানভাসিরা
-
ঈদযাত্রার পথে রাজবাড়ীতে মাহেন্দ্র উল্টে ২ পোশাককর্মীর মৃত্যু
-
ফরিদপুরে ব্যবসায়ী হত্যা মামলায় ছাত্রদল নেতা আসামি
-
ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর মৃত্যু, পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ
- ধর্ম শিক্ষা ছিল, আছে, থাকবে: দীপু মনি