বেনাপোলে ট্রান্সপোর্ট মালিক সমিতির কর্মবিরতির ঘোষণা প্রত্যাহার
আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 May 2022 12:37 AM BdST Updated: 17 May 2022 12:37 AM BdST
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ, ইকুইপমেন্ট সরবরাহকারী প্রতিষ্ঠান ও হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সঙ্গে আলোচনার পর কর্মবিরতি ঘোষণা প্রত্যাহার করেছে ট্রান্সপোর্ট মালিক সমিতি।
সোমবার দুপুরে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সম্মেলন কক্ষে একটি জরুরি সভায় আলোচনার পর এ সিদ্ধান্ত হয়।
সন্ধ্যায় বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
বেনাপোল স্থলবন্দরে পর্যাপ্ত ক্রেন ও ফর্কলিফটের ব্যবস্থা না করলে ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি মঙ্গলবার [১৭ মে] থেকে তারা অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিল।
শনিবার দুপুরে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আজিম উদ্দিন গাজী সাংবাদিকদের এ কথা জানান। সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনও তাদের এ দাবিকে সমর্থন জানিয়েছিল।
বেনাপোলে ক্রেন-ফর্কলিফটের স্বল্পতা, পণ্য পরিবহন বন্ধের হুঁশিয়ারি
আজিম উদ্দিন গাজী বলেন, স্থলবন্দর কর্তৃপক্ষের সাথে যৌথ আলোচনায় পাঁচ দফা শর্ত বাস্তবায়নের অঙ্গীকারের শর্তে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।
শর্তসমুহ হলো:
১. বন্দর কর্তৃপক্ষ আগামী ৩১মের মধ্যে বেনাপোল বন্দরে ৩টি ক্রেন ও ৩টি ফর্কলিফট সংযুক্ত করবে।
২. অদক্ষ ক্রেন ও ফর্কলিফট চালক পরিবর্তন করে বন্দর কর্তৃপক্ষ আগামী ৩১মের মধ্যে দক্ষ চালক নিয়োগ দেবে।
৩. প্রত্যেক চালককে সকাল ৯টার মধ্যে কর্মস্থলে যোগদান করতে হবে।
৪. প্রতিদিন বিকেল ৩টা পর্যন্ত ক্রেন ও ফর্কলিফটের সিরিয়াল গ্রহন করবেন এবং সিরিয়াল অনুযায়ী বিরতিহীন ভাবে কাজ করতে হবে।
৫. বন্দর কর্তৃপক্ষ আগামী ১৫জুলাই এর মধ্যে বন্দরের চাহিদা অনুযায়ী ক্রেন ও ফর্কলিফট সংযুক্ত করবেন।
বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সহ-সভাপতি মশিয়ার রহমান বলেন, আগামী ১৬ জুনের মধ্যে ৫ নম্বর শর্ত বাদে অন্যান্য শর্তগুলি সঠিকভাবে না মানা হলে পরবর্তী সময়ে সমিতি আবার আন্দোলনে যাবে।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, “১৫ দিনের মধ্যে ক্রেন-ফর্কলিফটের সমাধান ও দুই মাসের মধ্যে অন্যান্য সমাস্যার সমাধান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আশা রাখছি, নিদিষ্ট সময়ের মধ্যে এ কাজ সম্পন্ন হবে।”
-
ময়মনসিংহে একজনকে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন
-
খুলনায় স্ত্রী-কন্যাকে হত্যার দায়ে একজনের মৃত্যুণ্ড
-
ফরিদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় বিক্ষোভ
-
টাঙ্গাইলে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
-
রোগী নিয়ে অটোরিকশায়, ৫ জনের প্রাণ গেল ট্রাক চাপায়
-
ভাসানচর থেকে পালিয়ে আসা ১৪ রোহিঙ্গা আটক
-
বরিশালে বিশেষ ক্ষমতা আইনে বিএনপির ১২ নেতাকর্মী কারাগারে
-
পিরোজপুরে ডাকাতি মামলার ২ আসামি গ্রেপ্তার
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড