গাজীপুরে রেললাইনে লোহার খুঁটি পড়ে ট্রেন চলাচল বন্ধ
গাজীপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 May 2022 11:13 PM BdST Updated: 17 May 2022 12:50 AM BdST
গাজীপুরে একটি লেভেল ক্রসিংয়ে ট্রাক থেকে লোহার ভারী খুঁটি পড়ে জয়দেবপুর-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথে শ্রীপুর রেলওয়ে স্টেশন এলাকায় শ্রীপুর-গোসিঙ্গা সড়কের লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর থেকে ট্রেন চলাচল এবং ওই ক্রসিং দিয়ে শ্রীপুর-গোসিঙ্গা সড়কে বড় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

“রেল লাইন পার হওয়ার সময় হঠাৎ ওই ট্রাক থেকে লোহার আট/দশটি খুঁটি পড়ে যায়। ট্রাক চালক লোহার খুঁটিগুলো রেখেই ট্রাক নিয়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে যায়।”
এতে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়ক পুরোপুরি রেল চলাচল বন্ধ হয়ে যায় এবং শ্রীপুর-গোসিঙ্গা সড়কে বড় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি জানান, এতে ঢাকাগামী অগ্নিবীণা গফরগাঁও স্টেশনে এবং একইমুখী মহুয়া এক্সপ্রেস কাওরাইদ রেল স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। এছাড়া ময়মনসিংহগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস শ্রীপুর স্টেশনের আউটার সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে।
বিষয়টি সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং স্থানীয়ভাবে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান তিনি।
শামীমা জানান, লেভেল ক্রসিংয়ে ১১টি খুঁটি পড়েছে। সব মিলিয়ে এগুলোর ওজন ২৫-৩০ টন হতে পারে। খুঁটিগুলো তুলতে গাজীপুর থেকে ক্রেন আনা হয়েছে। রাত সোয়া ১০টার দিকে উদ্ধার কাজ শুরু করেছে তারা।
-
খুলনা-ঢাকা রুটের ট্রেনে যাত্রী কমেছে, ঈদে নেই বিশেষ ট্রেন
-
বিলাইছড়ি হত্যাকাণ্ড: ১২ দিন পর মামলা, আসামিরা ‘বম পার্টির’
-
বরিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই হাতের রগ কর্তন
-
উৎপলের ভাইদের এখন আশুলিয়ায় ফিরতেও ভয়
-
খুলে গেল নলকা সেতুর দ্বিতীয় লেইনও
-
দিনাজপুরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৪ লাখ টাকা চুরি
-
পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে এবার পিকআপের ধাক্কা
-
আশুলিয়ায় পোশাকশ্রমিককে ‘রড দিয়ে পিটিয়ে হত্যা’
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা