গাইবান্ধায় ‘১২ হাজার লিটার অবৈধ’ সয়াবিন, ব্যবসায়ীকে জরিমানা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ‘অবৈধ মজুদ ১২ হাজার লিটার’ সয়াবিন তেল মাইকিং করে বিক্রি করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2022, 01:58 PM
Updated : 16 May 2022, 01:58 PM

তাছাড়া ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে উপজেলা শহরের আমিনুল মোমিন বুলু নামে এই ব্যবসায়ীকে।

সোমবার বিকালে তার গুদামে অভিযান চালানো হয় বলে জানান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম।

তিনি জানান, আমিনুল কৃত্রিম সংকট সৃষ্টির লক্ষ্যে অবৈধভাবে এই তেল মজুদ করেন। খবর পেয়ে অভিযান চালানো হয়। ওই এলাকায় মাইকিং করে ক্রেতাদের কাছে ১৬০ টাকা লিটার দরে সব তেল বিক্রিও করা হয় সে সময়।

তাছাড়া ‘অবৈধ মজুদের অপরাধে’ তার কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানান আব্দুস সালাম।