নগরকান্দায় ‘সেনা সেজে প্রতারণার চেষ্টা’, যুবক আটক 

ফরিদপুরের নগরকান্দায় সেনা কর্মকর্তা সেজে প্রতারণার চেষ্টাকালে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। 

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2022, 01:45 PM
Updated : 16 May 2022, 01:45 PM

সোমবার দুপুরে পৌর এলাকার কোর্টপাড় থেকে তাকে আটক করা হয় বলে নগরকান্দা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান জানান।

আটক দীপক কুমার দাস (৩২) ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আলগী গ্রামের প্রয়াত ভোলানাথ দাসের ছেলে।

এ সময় ‘তার সহযোগী’ একই উপজেলার বড়দিয়া গ্রামের সেকেন্দার শেখের ছেলে আশরাফ শেখ (৩৫) কৌশলে পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।

নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, নগরকান্দা পৌরসভার চৌমুখা গ্রামের বাসিন্দা ‘মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানীর’ কর্মকর্তা সুমী জাহাঙ্গীরের সঙ্গে প্রতারক চক্রের সদস্যরা প্রথমে ‘জিনের বাদশা’ ও পরে ‘সেনা কর্মকর্তা’ সেজে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল।

“এর ধারাবাহিকতায় সোমবার বেলা ১১টার দিকে সুমী জাহাঙ্গীর প্রতারকদের তার অফিসে ডেকে এনে কৌশলে আটকে রাখেন, পরে পুলিশে দেন।”

এ সময় ‘প্রতারক চক্রের’ আরেক সদস্য আশরাফ শেখ অজ্ঞাত কৌশলে পালিয়ে যান বলে তিনি জানান।

ওসি জানান, পুলিশ তার কাছ থেকে একটি ভুয়া সেনাবাহিনীর পোশাক পরিহিত আইডি কার্ড ও কিছু ঘুমের ঔষধ উদ্ধার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।