পুকুরের মাছ মরে ভেসে উঠল, বিষে নিধনের অভিযোগ

ঝিনাইদহ সদরে এক মাছচাষির পুকুরের মাছ মরে ভেসে উঠেছে, যেগুলো বিষ দিয়ে মারার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2022, 12:28 PM
Updated : 16 May 2022, 12:28 PM

সোমবার সকালে পানামী গ্রামের বাবুল মন্ডলের পুকুরের মাছ মরে ভেসে ওঠে বলে তিনি জানান।

ক্ষতিগ্রস্ত মাছচাষি বাবুল মন্ডল জানান, তার বাড়ির পাশের পুকুরে তিনি মাছ চাষ করে আসছেন। সোমবার সকালে মাছের খাবার দিতে গিয়ে মরা মাছ ভেসে উঠতে দেখেন।

“দুপুর পর্যন্ত পুকুরের ‘সব মাছ’ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

বাবুল মন্ডলের অভিযোগ, “প্রতিবেশী ছমির মন্ডলের সঙ্গে বেশ কয়েক দিন ধরে আমার পরিবারের বিরোধ চলে আসছিল। রোববার রাতে ছমির মন্ডল ও তার লোকজন পুকুরে বিষ দিয়ে এ কাজ করেছে।”

বাবুল এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। 

তবে ছমির মন্ডল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, মাছের খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ নিয়ে কেঊ থানায় আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।