টঙ্গীতে ‘স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ’
গাজীপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 May 2022 12:35 PM BdST Updated: 16 May 2022 12:35 PM BdST
গাজীপুরের টঙ্গীতে স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে।
নির্যাতনের শিকার ওই নারী রোববার বিকেলে টঙ্গী পূর্ব থানায় দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সেখানে তিনি বলেছেন, গত শুক্রবার রাতে টঙ্গীর টিঅ্যান্ডটি বাজার এলাকার একটি মেসে ধর্ষণের ওই ঘটনা ঘটে।
মামলার আসামিরা হলেন, মরকুন টিঅ্যান্ডটি বাজার এলাকার আজিজ মণ্ডলের ছেলে শফিকুল ইসলাম (৪০) এবং ওই এলাকার পিক-আপ চালক ফিরোজ (৩৫)।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন জানান, আজিজ মণ্ডল টিঅ্যান্ডটি বাজার এলাকায় একটি মেস চালান। ফিরোজ ওই মেসেরই বাসিন্দা। সেখানেই দুদিন আগে ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
মামলার বরাত দিয়ে পুলিশ পরিদর্শক রবিউল আজম বলেন, ওই নারী স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। আর তার স্বামী টিঅ্যান্ডটি বাজারের নিরাপত্তাকর্মী। বিভিন্ন সময়ে তিনি শফিকুলের বিভিন্ন ফুট ফরমায়েশও খাটতেন। সেই সুবাদে ফিরোজের সঙ্গে তার পরিচয়।

প্রতীকী ছবি
“রাত সাড়ে ১১টার দিকে ফিরোজকে আবার ওই বাসায় পাঠানো হয়। সে ওই নারীকে জানায়, তার স্বামীকে মেসের একটি ঘরে আটকে রেখে মারধর করা হচ্ছে। এ কথা বলে ওই নারীকে নিয়ে মেসে যায় ফিরোজ। সেখানে ওই নারীর সামনে তার স্বামীকে আবারো পিটিয়ে আহত করে আসামিরা। এরপর পাশের কক্ষে স্বামীকে আটকে রেখে ওই নারীকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে শফিকুল ও ফিরোজ।”
পরিদর্শক রবিউল বলেন, ঘটনা কাউকে না জানানোর হুমকি দিয়ে শনিবার ভোরে ওই দম্পতিকে ছেড়ে দেয় আসামিরা। পরে রোববার সকালে টঙ্গী পূর্ব থানায় দুজনের নামে লিখিত অভিযোগ করেন ওই নারী।
স্বাস্থ্য পরীক্ষার জন্য অভিযোগকারী নারীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন জানিয়েছেন।
-
বাবুল-মিতুর ছেলে-মেয়েকে পিবিআইর জিজ্ঞাসাবাদ
-
ব্যাগভরতি টাকাসহ আটক: সার্ভেয়ার আতিকুর রিমান্ডে
-
স্কুলের বিদ্যুৎ ব্যবহারে বাধা দেওয়ায় শিক্ষকের মাথা ফাটাল দুর্বৃত্তরা
-
টঙ্গীতে রেলকর্মীদের রেলপথ অবরোধ, ঢাকায় যোগাযোগ ব্যাহত
-
সুনামগঞ্জে হাওরে বজ্রপাতে ২ জেলের মৃত্যু
-
কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যায় ছয়জন আটক
-
নারায়ণগঞ্জ থেকে গিয়ে শেরপুরে কলেজছাত্রীকে খুন, ‘প্রেমিক’ আটক
-
নড়াইলে অধ্যক্ষকে লাঞ্ছিত: মির্জাপুর ফাঁড়ির প্রধানও প্রত্যাহার
-
বাবুল-মিতুর ছেলে-মেয়েকে জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই
-
ব্যাগভরতি টাকাসহ আটক: সার্ভেয়ার আতিকুর রিমান্ডে
-
টঙ্গীতে রেলকর্মীদের রেলপথ অবরোধ, ঢাকায় যোগাযোগ ব্যাহত
-
স্কুলের বিদ্যুৎ ব্যবহারে বাধা দেওয়ায় শিক্ষকের মাথা ফাটাল দুর্বৃত্তরা
-
কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যায় ছয়জন আটক
-
নারায়ণগঞ্জ থেকে গিয়ে শেরপুরে কলেজছাত্রীকে খুন, ‘প্রেমিক’ আটক
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- ‘গ্যাস সঙ্কটের’ আঁচ বিদ্যুতে, বাড়ছে লোডশেডিং
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার