গাড়ির চাকায় পিষ্ট হয়ে ইউপি সদস্যসহ ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 May 2022 11:21 AM BdST Updated: 16 May 2022 01:27 PM BdST
-
ফাইল ছবি
দিনাজপুরের বিরল উপজেলায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক ইউপি সদস্যসহ তিন মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে।
উপজেলার মঙ্গলপুরের চেয়ারম্যার রোডে রোববার গভীর রাতে এই দুর্ঘটনার সময় বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউপির সদস্য রাকিব মেম্বার চালকের আসনে ছিলেন। বাকি দুজনকে মোটরসাইকেলে ‘লিফট’ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
মৃত বাকিরা হলেন- ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ওসমান (২৪) ও তামিম ইসলাম (২৫)।
ঘটনার বর্ণনায় বিরল থানার ওসি ফকরুল ইসলাম বলেন, ওসমান তার মা ও তামিমকে নিয়ে একটি প্রাইভেটকারে করে দিনাজপুর থেকে রানীশংকৈল যাচ্ছিলেন। পথে তাদের গাড়ির তেল শেষ হয়ে যায়। এ সময় ওসমান গাড়িতে মা ও চালককে রেখে তামিমকে নিয়ে প্রায় দেড় কিলোমিটার দূরে একটি পাম্পে যান।
রাত হয়ে যাওয়ায় কোনো যানবাহন না পেয়ে তেল নিয়ে তারা হেঁটেই ফিরছিলেন। এ সময় রাকিব মোটরসাইকেল নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিল। তিনি ওসামান ও তামিমকে পৌঁছে দেওয়ার কথা বললে তারা মোটরসাইকেলে ওঠে। পরে মোটরসাইকেলটি কিছু দূর যাওয়ার পর একটি গাড়ি পেছন থেকে তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, ঘটনার সময় প্রচণ্ড ঝড় হচ্ছিল এবং সড়কটি জনশুন্য ছিল। ফলে কোন গাড়ি চাপা দিয়েছে সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ মযনাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় বিরল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ফকরুল।
-
বাবুল-মিতুর ছেলে-মেয়েকে পিবিআইর জিজ্ঞাসাবাদ
-
ব্যাগভরতি টাকাসহ আটক: সার্ভেয়ার আতিকুর রিমান্ডে
-
স্কুলের বিদ্যুৎ ব্যবহারে বাধা দেওয়ায় শিক্ষকের মাথা ফাটাল দুর্বৃত্তরা
-
টঙ্গীতে রেলকর্মীদের রেলপথ অবরোধ, ঢাকায় যোগাযোগ ব্যাহত
-
সুনামগঞ্জে হাওরে বজ্রপাতে ২ জেলের মৃত্যু
-
কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যায় ছয়জন আটক
-
নারায়ণগঞ্জ থেকে গিয়ে শেরপুরে কলেজছাত্রীকে খুন, ‘প্রেমিক’ আটক
-
নড়াইলে অধ্যক্ষকে লাঞ্ছিত: মির্জাপুর ফাঁড়ির প্রধানও প্রত্যাহার
-
বাবুল-মিতুর ছেলে-মেয়েকে জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই
-
ব্যাগভরতি টাকাসহ আটক: সার্ভেয়ার আতিকুর রিমান্ডে
-
টঙ্গীতে রেলকর্মীদের রেলপথ অবরোধ, ঢাকায় যোগাযোগ ব্যাহত
-
স্কুলের বিদ্যুৎ ব্যবহারে বাধা দেওয়ায় শিক্ষকের মাথা ফাটাল দুর্বৃত্তরা
-
কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যায় ছয়জন আটক
-
নারায়ণগঞ্জ থেকে গিয়ে শেরপুরে কলেজছাত্রীকে খুন, ‘প্রেমিক’ আটক
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ‘গ্যাস সঙ্কটের’ আঁচ বিদ্যুতে, বাড়ছে লোডশেডিং
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- 'গালতিয়ে পিএসজির কোচ হলে সবার জন্যই ভালো হবে'