বৃহস্পতিবার রাতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে দুলাল আহত হন; সোমবার রাতে হাসপাতালে তিনি মারা যান।
বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গড়গড়ি ইউনিয়নের একটি পেয়ারার বাগান থেকে সেন্টু আলীর লাশ উদ্ধার করেন তারা।
৫০ বছর বয়সী সেন্টু ওই গ্রামের মৃত আজের উদ্দিন চৌকিদারের ছেলে।
ওসি বলেন, সেন্টু বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মিলছিল না। সকালে সুলতানপুর পদ্মা নদীর মধ্যে আখক্রয় কেন্দ্রের পাশে একটি পেয়ারার বাগানে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় দুই শ্রমিক।
পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে সেন্টুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় বলে জানান সাজ্জাদ।
নিহতের ভাগ্নে আকরাম হোসেন বলেন, “মামা পদ্মার চরের মধ্যে আবাদ করা ফসল রক্ষণাবেক্ষণের জন্য প্রহরী হিসেবে কাজ করতেন। তিনদিন পর লাশ পাওয়া গেল মাঠে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, এ বিষয়ে কিছু বুঝতে পারছি না। “