সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকীতে উদীচীর শ্রদ্ধা
গোপালগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 May 2022 11:25 PM BdST Updated: 13 May 2022 11:43 PM BdST
-
কবি সুকান্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে উদীচী শিল্পীগোষ্ঠী
-
কোটালীপাড়ায় সিকিরবাজার মোড়ে নির্মিত কবি সুকান্ত ভট্টাচার্যের ম্যুরাল
কবি সুকান্ত ভট্টচার্য্যের মৃত্যুবার্ষিকীতে গোপালগঞ্জে পৈত্রিক ভিটায় নির্মিত ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে উদীচী শিল্পীগোষ্ঠী।
শুক্রবার ভোরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কোটালীপাড়া শাখা তার আবক্ষ ফুল দিয়ে মূর্তিতে শ্রদ্ধা জানান।
কবির জন্ম ভারতে হলেও পূর্বপুরুষের নিবাস ছিল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে। সুকান্তের বাবা নিবারণ ভট্টাচার্য্য সাতচল্লিশের দেশভাগের অনেক আগে কলকাতায় পাড়ি জমান। বাংলা সাহিত্যে তিনি কিশোর কবি হিসেবে পরিচিত।
১৯২৬ সালের ১৫ অগাস্ট কলকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন ক্ষণজন্মা এই পুরুষ। কলকাতার যাদবপুরে ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে তার মৃত্যু হয়।
কবিকে স্মরণ করে তার পৈত্রিক ভিটায় পুষ্পার্ঘ্য অর্পণ শেষে উদীচী শিল্পীগোষ্ঠী কোটালীপাড়া শাখার সাধারণ সম্পাদক রতন সেন কংকন বলেন, “আমাদের সংগঠনের পক্ষ থেকে শুক্রবার ভোরে কবি সুকান্তের পৈত্রিক ভিটায় নির্মিত কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।”
কবির স্মৃতিকে ধরে রাখতে প্রতি বছর মার্চের প্রথম সপ্তাহে একটি স্মৃতিমেলার আয়োজন করা হলেও বিশেষ কোনো অনুষ্ঠানের মাধ্যমে সরকারি বা বেসরকারিভাবে কবির জন্ম ও মৃত্যুবার্ষিকী পালিত হয় না। এ বিষয়ে স্থানীয় ও সুকান্তপ্রেমীদের মধ্যে রয়েছে হতাশা ও ক্ষোভ।
কবি সুকান্ত স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক অশোক কর্মকার বলেন, আগামী প্রজন্মের কাছে কবি সুকান্তকে তুলে ধরতে হলে সরকারি ও বেসরকারিভাবে জন্ম এবং মৃত্যুবার্ষিকী পালন করা জরুরি। বাৎসরিক একটি মেলা করে বাঙালি জাতির কাছে সুকান্তকে তুলে ধরা সম্ভব নয়।
ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রতিটি কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে।
সুকান্তের বাবা নিবারণ ভট্রাচার্য্য এবং মা সুনীতি দেবী। কলকাতা কলেজ স্ট্রিটে নিবারণ ভট্টাচার্য্যের একটি বইয়ের দোকান ছিল।
কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করায় কবির পূর্বপুরুষের ভিটাটিও বেদখল হয়ে ছিল অনেক বছর। প্রায় ৫৯ বছর বেদখলে থাকার পর ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর কবির বাড়িটি দখলমুক্ত করে সেই ভিটায় একটি অডিটোরিয়াম ও লাইব্রেরি স্থাপন করে গোপালগঞ্জ জেলা পরিষদ।
-
খুলনা-ঢাকা রুটের ট্রেনে যাত্রী কমেছে, ঈদে নেই বিশেষ ট্রেন
-
বরিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই হাতের রগ কর্তন
-
উৎপলের ভাইদের এখন আশুলিয়ায় ফিরতেও ভয়
-
খুলে গেল নলকা সেতুর দ্বিতীয় লেইনও
-
দিনাজপুরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৪ লাখ টাকা চুরি
-
পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে এবার পিকআপের ধাক্কা
-
আশুলিয়ায় পোশাকশ্রমিককে ‘রড দিয়ে পিটিয়ে হত্যা’
-
ফরিদপুরে ‘স্বামীকে বেঁধে ইউপি সদস্যকে দলবেঁধে ধর্ষণ’
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার