খরচার হাওরে পানি ঢুকছে, হুমকিতে বোরো ধান
শামস শামীম, সুনামগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 May 2022 11:00 PM BdST Updated: 13 May 2022 11:00 PM BdST
পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার গজারিয়া রাবার ড্যাম দিয়ে খরচার হাওরে পানি প্রবেশ করছে। এতে হাওরের উপরের অংশের প্রায় ৩০ হেক্টর জমির বোরো ধান নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে।
এই পরিপ্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যায় সভা করে উপজেলা পরিষদ তিন দিনের মধ্যে এসব ধান কেটে তোলার উদ্যোগ নিতে কৃষি বিভাগকে নির্দেশনা দিয়েছে।
ভারতের মেঘালয়ে ভারি বর্ষণে সুরমা, সীমান্ত নদী যাদুকাটাসহ বিভিন্ন নদ-নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া গত তিন দিনে সুনামগঞ্জে ২৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. শামসুদ্দোহা বলেন, সুনামগঞ্জে এখন প্রাক বর্ষা চলছে। প্রাকবর্ষায় সুরমা নদীর পানি ৬.০৫ মিলিমিটার অতিক্রম করলে বিপৎসীমা অতিক্রম ধরা হয়। ১৫ মে পর্যন্ত প্রাকবর্ষা থাকবে। এরপর ৭.৮০ মিটার অতিক্রম করলে বিপৎসীমা ধরা হয়। গত তিন দিনের বৃষ্টিতে প্রাকবর্ষার বিপৎসীমা অতিক্রম করে সুরমা নদীর পানি শুক্রবার সন্ধ্যা ৬টায় ৭.৩২ মিটার উচ্চতায় প্রবাহিত হয়।
তিনি জানান, এছাড়া সীমান্তনদী যাদুকাটার পানি একই সময়ে বিপৎসীমা অতিক্রম করে শুক্রবার সন্ধ্যায় ৮.০০ মিটার উচ্চতায় প্রবাহিত হয়। প্রাকবর্ষায় যাদুকাটার বিপৎসীমা ৫.৯৫ মিটার এবং বর্ষায় ৮.০৭ মিটার ধরা হয়।
সীমান্তের পাটলাই নদীতেও পানি বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান।

এদিকে, পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে পানি বৃদ্ধি পাওয়ায় বিশ্বম্ভরপুর উপজেলার গজারিয়া রাবার ড্যাম দিয়ে খরচার হাওরে পানি প্রবেশ করছে। এতে খরচার হাওরের বিএডিসির বিভিন্ন প্রকল্পে আবাদ করা ৩০ হেক্টর জমির ইরি বোরো তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
রাবার ড্যাম দিয়ে খরচার হাওরে পানি প্রবেশ করায় শুক্রবার বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ জরুরি সভা করেছে।
সন্ধ্যায় এই সভায় আশপাশের প্রায় আড়াইশ ঘরবাড়ি বাঁচাতে রাবার ড্যাম উঁচু না করার সিদ্ধান্ত হয়েছে। রাবার ড্যাম ফুলিয়ে উঁচু করে পানি আটকানো হলে পানির প্রবল চাপে পার্শবর্তী সোনাপুর, চালবন্দ ও ভাদেরটেকের প্রায় ২৫০টি ঘরবাড়ি ভেঙে যাওয়ার আশঙ্কায় রাবার ড্যামের পানি না আটকানোর সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।
তবে উপজেলা কৃষি অফিসকে তিনদিনের মধ্যে খরচার হাওরের ৩০ হেক্টর জমির ধান কেটে তোলার উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ কারণে যে ৩০ হেক্টর জমির বোরো ধান (ইরিধান) রয়েছে তা আগামী তিনদিনের মধ্যে কেটে তোলার জন্য কৃষি বিভাগকে উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম বলেন, এলজিইডি নির্মিত রাবার ড্যাম দিয়ে হঠাৎ পাহাড়ি ঢলের পানি খরচার হাওরে প্রবেশ করছে।
“আমরা পানি আটকানোর চেষ্টা করেছিলাম। সন্ধ্যায় উপজেলা পরিষদ সভা করে পানি না আটকানোর সিদ্ধান্ত নিয়েছে। তারা জানিয়েছে পাহাড়ি ঢল আটকালে আশপাশের প্রায় আড়াইশ ঘরবাড়ি পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হবে।”
-
বন্যা: সিলেট নগরে বিদ্যুৎহীন ৫০ হাজার পরিবার
-
প্রসূতিকে স্বাস্থ্যকেন্দ্র থেকে বের করার অভিযোগ, রাস্তায় প্রসব
-
‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
-
গাজীপুর আওয়ামী লীগের সম্মেলন, বিপুল বাজেট
-
কক্সবাজারে ‘নিজের’ বন্দুকের গুলিতে বনরক্ষী নিহত
-
‘তারেক রহমান দুর্নীতিতে অনার্স, মানি লন্ডারিংয়ে মাস্টার্স’
-
বন্যায় পেছাল সিলেটের শিক্ষক নিয়োগ পরীক্ষা
-
বন্যা: সুনামগঞ্জে বোরো ধান নিমজ্জিত, শতাধিক পুকুর প্লাবিত
-
কক্সবাজারে ‘নিজের’ বন্দুকের গুলিতে বনরক্ষী নিহত
-
গাজীপুর আওয়ামী লীগের সম্মেলন, বিপুল বাজেট
-
বন্যায় পেছাল সিলেটের শিক্ষক নিয়োগ পরীক্ষা
-
‘তারেক রহমান দুর্নীতিতে অনার্স, মানি লন্ডারিংয়ে মাস্টার্স’
-
‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
-
প্রসূতিকে স্বাস্থ্যকেন্দ্র থেকে বের করার অভিযোগ, রাস্তায় প্রসব
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- নয় সচিব পদে রদবদল, পদোন্নতি
- আমদানি নির্ভরতা কমাতে সরকারের ভাবনায় রাইস ব্র্যান ও সরিষার তেল
- মেদ ঝরাতে অস্ত্রোপচারে গিয়ে মৃত্যু হল অভিনেত্রীর
- ‘খুঁজে পেতে কষ্ট’, সব মাদ্রাসায় সাইনবোর্ড ঝুলানোর নির্দেশ