মধ্যরাত থেকে পালা করে ভোর পর্যন্ত দুর্গম পথ ডিঙিয়ে পানি আনতে হচ্ছে ম্রো পাড়াবাসীকে।
আদালতের নির্দেশে শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
বরগুনার বেতাগী থানার ওসি শাহ আলম বলেন, গত ২৯ এপ্রিল বেতাগী উপজেলার চান্দখালিতে মাহমুদ হাসান নামে এক তরুণের বাসায় উপস্থিত হন জামালপুরের এই তরুণী। এ ঘটনায় মঙ্গলবার বরগুনার আদালতে মাহমুদুল হাসানের বাবা মোশাররফ হোসেন খান অভিযোগ করেন।
ওসি বলেন, গ্রেপ্তারের পর তরুণীকে আদালতে হাজির করা হয়। বরগুনার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম এক সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন পুলিশকে।
পুলিশ ঘটনা তদন্ত করছে বলে জানান ওসি শাহ আলম।