ফরিদপুরে সয়াবিন তেল উদ্ধার করে ন্যায্য মূল্যে বিক্রি, জরিমানা আদায়

ফরিদপুর শহরে দুটি দোকানে মজুদ তিনশ লিটার সয়াবিন তেল জব্দ করে জনসাধারণের কাছে ন্যায্য মূল্যে বিক্রি করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ দুই প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে আদায় করা হয়েছে জরিমানা।  

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2022, 08:34 AM
Updated : 13 May 2022, 09:32 AM

শুক্রবার দুপুরে শহরের হেলিপ্যাড মাকের্টে এ অভিযান চালানো হয় বলে ফরিদপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সোহেল শেখ জানান।

তিনি বলেন, গোপন খবরে মফিজ স্টোর ও আসাদ স্টোরে অভিযান চালিয়ে প্রায় তিনশ লিটার বিভিন্ন কোম্পানির সয়াবিন তেল জব্দ করা হয়।

অবৈধ ভাবে তেল মজুতের দায়ে

মফিজ স্টোরের মালিককে ৪০ হাজার ও আসাদ স্টোরের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওই দুই ব্যবসা প্রতিষ্ঠান দশ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

পরে এ দুই প্রতিষ্ঠানে অধিদপ্তরের লোকজন দাঁড়িয়ে থেকে জব্দ করা সব তেল ন্যায্য মূল্যে বিক্রি করেন বলে সোহেল জানান।