খুলনায় মোটরসাইকেলের পথ আটকে ব্যবসায়ীকে গুলি করে হত্যা, স্ত্রী আহত
খুলনা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 May 2022 09:40 AM BdST Updated: 13 May 2022 10:58 AM BdST
-
নিহত খন্দকার রকিবুল ইসলাম
খুলনার ফুলতলা উপজেলায় মোটরসাইকেলের পথ আটকে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তার সদ্য বিবাহিত স্ত্রীকে।
নিহত খন্দকার রকিবুল ইসলাম ফুলতলা উপজেলার আলকা গ্রামের মাহাবুব মিস্ত্রির ছেলে। ৩২ বছর বয়সী রকিবুল কাঠের ব্যবসা করতেন; ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির ক্রীড়া সম্পাদক ছিলেন তিনি।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে পাশের জেলা যশোরের অভয়নগর উপজেলার দত্তগাতী এলাকা থেকে স্ত্রী পিয়ারী বেগমকে নিয়ে বাড়ি ফেরার পথে তারা আক্রান্ত হন।
ফুলতলা থানার ওসি ইলিয়াস তালুকদার বলেন, সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে বৃহস্পতিবার বিকালে মোটরসাইকেলে করে দত্তগাতী এলাকায় বেড়াতে গিয়েছিলেন রকিবুল।
“রাত ৯টার দিকে তারা ফুলতলায় ফেরার সময় কয়েকজন দুবৃত্ত তাদের গতি রোধ করে এবং রকিবুলের মাথায় ও বুকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। এ সময় রকিবুলের পেছনে থাকা পিয়ারী বেগমও গুলিবিদ্ধ হন।”
স্থানীয়রা রকিবুলকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী পিয়ারী বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৭ বছর বয়সী পিয়ারী হাসপাতালে সাংবাদিকদের বলেছেন, তারা দত্তগাতী এলাকায় গিয়েছিলেন পরিচিত একজনের দাওয়াতে। হামলাকারীরা রকিবুলকে কয়েক দফা গুলি করে, সে সময় ঠেকানোর চেষ্টা করতে গিয়ে তার হাতে আর পিঠে গুলি লাগে।
ওসি বলেন, রাতেই রকিবুলের লাশের সুরতহাল করা হয়েছে। শুক্রবার ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
-
কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত, চট্টগ্রামের পথে রেল বন্ধ
-
সাবেক ওসির ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
-
মানিকগঞ্জে যুবদল ও ছাত্রদল নেতার উপর হামলা
-
বাগেরহাটে হরিণের চামড়া-শিং উদ্ধার
-
পাহাড়ে রক্তপাত বন্ধে সব করব: স্বরাষ্ট্রমন্ত্রী
-
হত্যাচেষ্টার আসামি ‘প্রকাশ্যে’, গ্রেপ্তার না করার অভিযোগ
-
কুসিক নির্বাচন: মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১৩ প্রার্থী
-
মেহেরপুরে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচন বর্জন
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- দেখিয়ে দিতে চান আজার
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- ৮ কেজি সোনাসহ বিমানকর্মী আটক