ভারতে স্ত্রীকে ‘বেচতে না পেরে হত্যা’, যশোরে একজন গ্রেপ্তার

ভারতের গুজরাটে স্ত্রীকে বিক্রি করতে ব্যর্থ হয়ে খুন করে দেশে ফিরে যশোরে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2022, 03:08 PM
Updated : 12 May 2022, 03:08 PM

গ্রেপ্তারকৃত কামরুল ইসলাম (৩০) যশোর সদর উপজেলার বানিয়ারগাতী গ্রামের ইউনুস আলীর ছেলে।

যশোর গোয়েন্দা পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, কামরুল গত ১৫ এপ্রিল স্ত্রী সালমা খাতুনকে (২৪) নিয়ে ভারতের গুজরাটে বিক্রির চেষ্টা করেন। ব্যর্থ হয়ে একটি ভাড়া বাসায় আটকে নাকে-মুখে আঘাত করে ও শ্বাস রোধ করে হত্যা করেন। তারপর সেখানে লাশ ফেলে দেশে পালিয়ে আসেন কামরুল।

খবর জানতে চাইলে সালমার স্বজনদের সঙ্গে অসদাচরণ করেন কামরুল। সালমার বাবা সহিদুল ইসলাম বুধবার যশোর কোতোয়ালি থানায় মামলা করেন।

ফাইল ছবি

ওসি রুপনবলেন, মামলার পর পুলিশ অনুসন্ধান চালায়। পরে পুলিশ সদর উপজেলার বসুন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে।

“জিজ্ঞাসাবাদে কামরুল তার স্ত্রী সালমা খাতুনকে বিক্রির চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়ে আসেন বলে স্বীকার করেন।”

পুলিশ কামরুলের তিনটি পাসপোর্ট, সালমা খাতুনের পাসপোর্ট ও মোবাইল ফোন জব্দ করেছে বলে জানান ওসি রুপন কুমার সরকার।